Sunday 13 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৪ হাজার পিস ইয়াবার মামলায় গ্রেফতার ৩ জন রিমান্ডে

স্টাফ করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১৭:৫১

ঢাকা: রাজধানীর মতিঝিল থানাধীন এলাকা থেকে ৪ হাজার ইয়াবাসহ গ্রেফতার তিন মাদককারবারিকে একদিনের রিমান্ডে পাঠিয়েছে আদালত।

সোমবার (২৭ জুন) শুনানি শেষে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রাজেশ চৌধুরীর এই আদেশ দেন।

এর আগে মামলাটির তদন্ত কর্মকর্তা মতিঝিল থানার পুলিশ আসামিদের আদালতে হাজির করে সাতদিনের রিমান্ডের আবেদন করেন। রিমান্ড যাওয়া আসামিরা হলেন, মো. রুমান হোসেন ওরফে হুমায়ুন কবির, মো. আতিকুর রহমান ওরফে লাভলু ও মো. শাহজাহান।

গত ২৬ জুন মতিঝিল থানার ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ইয়াবাসহ তাদেরকে গ্রেফতার করে গোয়েন্দা তেজগাঁও বিভাগের সংঘবদ্ধ অপরাধ, গাড়ি চুরি প্রতিরোধ ও উদ্ধার টিম।

বিজ্ঞাপন

গ্রেফতারকৃতরা কক্সবাজারের সীমান্তবর্তী এলাকা থেকে এসব ইয়াবা সংগ্রহ করে রাজধানীর বিভিন্ন এলাকার মাদককারবারিদের কাছে পাইকারি ও খুচরা বিক্রি করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পুলিশের কাছে স্বীকার করেছেন। এই ঘটনায় মতিঝিল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাদের বিরুদ্ধে একটি মামলা করা হয়।

সারাবাংলা/এআই/এএম

ইয়াবা

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর