Monday 05 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাহাজে বিদ্যুৎস্পৃষ্টে শ্রমিকের মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ১৮:৪৫

প্রতীকী ছবি

চট্টগ্রাম ব্যুরো: চট্টগ্রাম নগরীতে অয়েল ট্যাংকারের ইঞ্জিনরুমে কাজ করতে গিয়ে বিদ্যুতায়িত হয়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।

সোমবার (২৭ জুন) বেলা ১২টার দিকে কর্ণফুলী নদীর বাংলাবাজার ঘাটে এ দুর্ঘটনা ঘটেছে বলে নৌ পুলিশ জানিয়েছে।

নিহত মো. ইমাম হোসেনের (২৮) বাড়ি চট্টগ্রামের ফটিকছড়ি উপজেলায়। তিনি ওই জাহাজে ইঞ্জিন মেকানিক হিসেবে কাজ করতেন।

নৌ পুলিশের চট্টগ্রামের সদরঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এবিএম মিজানুর রহমান সারাবাংলাকে বলেন, ‘পলিকন পার্লস লিমিটেড নামে একটি মিনি অয়েল ট্যাংকারের ইঞ্জিনরুমে কাজ করার সময় বিদ্যুতায়িত হন ইমাম হোসেন। দ্রুত তাকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। লাশ ময়নাতদন্তের জন্য চমেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।’

এ ব্যাপারে আইনগত পদক্ষেপ নেওয়া হচ্ছে বলে ওসি মিজানুর রহমান জানিয়েছেন।

সারাবাংলা/আরডি/এএম

বিদ্যুৎস্পৃষ্ট

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর