Monday 25 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুতে প্রথমবার ট্রাক উল্টে আহত ৩

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ২০:২৮

মুন্সীগঞ্জ: মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তে পদ্মা সেতুর উত্তর ভায়াডাক্টে পেঁয়াজবাহী ট্রাক উল্টে তিনজন আহত হয়েছেন। পদ্মা সেতুতে যান চলাচলের দ্বিতীয় দিনে সোমবার (২৭ জুন) বিকেল সাড়ে ৫টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

আহত তিনজনকে সেনাবাহিনীর তত্ত্বাবধানে হাসপাতালে পাঠানো হয়েছে। যাদের মধ্যে দুইজনের অবস্থা আশংকাজনক। অতিরিক্ত গতির কারণেই এ দুর্ঘটনা বলে জানিয়েছে পুলিশ।

ট্রাকে থাকা পেঁয়াজের মালিক সাহেদ বলেন ‘গোপালগঞ্জের মুকসুদপুর থেকে ১৩৪ বস্তা পেঁয়াজ নিয়ে ঢাকার শ্যামবাজারে যাচ্ছিলেন তারা। জাজিরা প্রান্ত থেকে সেতুর মাওয়া প্রান্তে এসে গাড়িটির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে চালক। দ্রুতগতির গাড়িটি এসময় সেতুর রেলিংয়ে ধাক্কা খেয়ে উল্টে যায়।’

পদ্মা সেতু উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসাইন জানান, অতিরিক্ত গতির কারণে এ দুর্ঘটনা ঘটেছে। খবর পাওয়ার পরপরই ঘটনাস্থলে থেকে দুর্ঘটনা কবলিত গাড়িটি রেকার দিয়ে সরিয়ে নেওয়া হয়। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন। বর্তমানে যানচলাচল স্বাভাবিক রয়েছে।

সারাবাংলা/এমও

ট্রাক উল্টে পদ্মা সেতু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর