ঢাকা: বিএনপিকে বিরোধীদল আখ্যায়িত করে দেওয়া এমপিদের বক্তব্য একপাঞ্জ করার দাবি জানিয়েছেন জাতীয় পার্টির চিফ হুইপ মশিউর রহমান রাঙ্গাঁ বলেছেন, এই সংসদে আমরাই (জাপা) বৃহত্তর বিরোধী দল। এখানে কোনো ভুল নাই।
তিনি আরেক সংসদ সদস্য সংগীতশিল্পী মমতাজ বেগমের গাওয়া একটি গানের লাইনের উদ্ধৃতি দিয়ে বলেন, ওনাদের (বিএনপির) বুকটা ফাইট্যা যায়। গানের মতো ওদের বুকটা ফাইট্যা যায়। সেজন্য একবার বলে পদ্মা সেতু ভেঙে পড়বে, একবার বলে এই হবে, আরেকবার বলে ওই হবে। গতকাল সংসদ সদস্য শাজাহান খান বলেছেন, না হয় নৌকায় যাবেন। নৌকায় আবার কেমনে যায়। এটা তো আরেক বিপদ! তাহলে কীসে যাবে?
সোমবার (২৭ জুন) একাদশ জাতীয় সংসদের বাজেট অধিবেশনে প্রস্তাবিত ২০২২-২৩ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এ সব কথা বলেন। এদিন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদ অধিবেশন শুরু হয়।
মশিউর রহমান বলেন, ‘সংসদে অনেক সংসদ সদস্য বিএনপির সমালোচনা করতে গিয়ে তাদের সংসদের বিরোধীদল বলেন। সংসদে আমরা বৃহত্তর বিরোধীদল। আমরা বিরোধীদল, এখানে কোনো ভুল নাই। সংসদ সদস্যরা বিএনপিকে যেভাবে বিরোধীদল বলেছেন তা একপাঞ্জ করার অনুরোধ করছি।’
পদ্মা সেতু নির্মাণের প্রসঙ্গ টেনে জাপা এমপি বলেন, ‘প্রধানমন্ত্রী অনেক চেষ্টা করে, কষ্ট করে এই সেতুটি দাঁড় করিয়েছেন। আমার মনে হয়, উনি যদি সেতুটি সম্পন্ন করতে না পারতেন তাহলে নিজেই নিজের ক্ষতি করে বসতেন। মাননীয় স্পিকার আপনার মাধ্যমে ক্ষমা চেয়ে নিচ্ছি প্রধানমন্ত্রীর কাছে। এরকম একটি বিষয় উনার মধ্যে আমি দেখেছিলাম যে, অ্যানি হাউ, অ্যানি কষ্ট এটা করতে হবে। উনি এটা করেছেন।’
পদ্মা সেতু নির্মাণ নিয়ে সমালোচনাকালীদের প্রতি ইঙ্গিত করে তিনি বলেন, ‘যারা পরের ভালো দেখতে পারে না, পরশ্রীকাতরতা যাদের মধ্যে আছে- তারা বলেছেন, এটা করতে পারবেন না। এগুলো দেখার সময় উনার (প্রধানমন্ত্রীর) নেই। উনি যেভাবে দেশটার উন্নতি করছেন, আরও করবেন- আমরা তা বিশ্বাস করি।’
দুর্নীতিবাজদের প্রশ্নে তিনি বলেন, ‘একটি মানুষের খেতে-পরতে কতকুটু সুযোগ-সুবিধা লাগে সেটা হওয়ার পর কেউ দুর্নীতি করলে তার সঙ্গে সমঝোতা করার কিছু আছে বলে মনে করি না। দুর্নীতিবাজরা আমলা হোক বা রাজনীতিবিদ হোক বা অন্য কেউ হোক- তারা নিজেরাও জানে না তাদের কত টাকা আছে। তাদের সন্তানেরা উচ্ছন্নে চলে গেছে খোঁজ নিয়ে দেখেন। যেসব এমপি দুর্নীতির সঙ্গে জড়িত তাদের খোঁজ নিয়ে দেখেন, তাদের একটি সন্তানও মানুষ হয়নি।
তিনি বলেন, ‘মেডিকেলে অনেক দুর্নীতি হয়। বিনা পয়সার সমস্ত ওষুধ বাজারে বিক্রি হচ্ছে। এটা কেউ ধরে না। যাদের ধরার কথা কোনো এক অজানা কারণে তারাও এর বিরুদ্ধে অভিযানে নামেন না।’