Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

কলমাকান্দায় বন্যা পরিস্থিতির উন্নতি, বাড়ছে ডায়রিয়া

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৭ জুন ২০২২ ২২:৩৫

নেত্রকোনা: সীমান্তের কলমাকান্দায় বন্যা পরিস্থিতির উন্নতি হলেও বেড়েছে ডায়রিয়ার প্রকোপ। গত এক সপ্তাহে ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিয়েছেন ৫৬ জন।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা গেছে, গত ১৯ জুন থেকে সোমবার (২৭ জুন) পর্যন্ত ডায়রিয়ায় আক্রান্ত হয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫৬ জন চিকিৎসা নিয়েছেন। এর মধ্যে ছিল শিশু ২৭ জন, পুরুষ ১৬ জন ও মহিলা ১৩ জন।

বিজ্ঞাপন

ভর্তি হওয়া রোগীদের মধ্যে ৪৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

কলমাকান্দা বাজারের ব্যবসায়ী কাজল দাস জানান, কলমাকান্দা বাজারের পানি কমে গেছে। কমে যাচ্ছে উব্ধাখালি নদীর পানি। কিন্তু অনেকে বন্যার পানিতে চলাচল ও স্নানসহ জিনিসপত্র ধোয়ামোছা করছেন। ফলে অনেকেই আক্রান্ত হচ্ছে ডায়রিয়াতে। তবে সরকারিভাবে মেডিকেল টিম কাজ করছে।

কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আল মামুন বলেন, ‘বন্যায় পানিবন্দি মানুষের স্বাস্থ্যসেবার জন্য উপজেলার ৮টি ইউনিয়নের একটি করে মেডিকেল টিম কাজ করছে। পানিবন্দি মানুষদের পানিশোধন ট্যাবলেট, খাবার স্যালাইন, চিকিৎসাসহ প্রয়োজনীয় ওষুধ দেওয়া হচ্ছে। পূর্বের তুলনায় হাসপাতালে ডায়রিয়ায় আক্রান্ত রোগীর সংখ্যা কিছুটা বেশি।’

সারাবাংলা/এমও

কলমাকান্দা ডায়রিয়া বন্যা পরিস্থিতি

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর