Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা ব্যাংকে এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ উদযাপন শুরু

সারাবাংলা ডেস্ক
২৭ জুন ২০২২ ২৩:৫২

২০২২ সাল বাংলাদেশে এএমএল অ্যান্ড সিএফটি পরিপালনের দুই দশক হিসেবে বিবেচিত হচ্ছে। এক‌ইসঙ্গে বছরটি মানিলন্ডারিং ও সন্ত্রাসী কর্মকাণ্ডে অর্থায়ন প্রতিরোধে বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিটের (বিএফআইইউ) গৌরবোজ্জ্বল দুই দশকের যাত্রার পূর্তি হিসেবে উদযাপিত হচ্ছে। এরই অংশ হিসেবে এবং পদ্মা ব্যাংক লিমিটেড কর্মী ও গ্রাহকদের মধ্যে সচেতনতা তৈরির লক্ষ্যে এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ-২০২২ উদযাপন করছে পদ্মা ব্যাংক।

বিজ্ঞাপন

রোববার (২৬ জুন) পদ্মা ব্যাংকের মিরপুর ট্রেনিং ইনিস্টিউটে পদ্মা এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহের উদ্বোধন করেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা তারেক রিয়াজ খান।

পদ্মা ব্যাংক থেকে পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, গ্রাহকদের সপ্তাহব্যাপী এএমএল অ্যান্ড সিএফটি বিষয়ক বিশেষ বার্তা প্রদান, ব্যাংকের ৫৯ শাখায় এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা বিষয়ক ভিডিও প্রদর্শন, মোবাইলে ক্ষুদে বার্তা প্রদান, পদ্মা ব্যাংকের বিভিন্ন লোকেশনে ব্যানার ও ড্যাংলারের মাধ্যমে সচেতনতা বিষয়ক বার্তা প্রদর্শন এবং শাখা ও প্রধান কার্যালয়ের বিভিন্ন বিভাগে সপ্তাহব্যাপী ব্যাংকের সিনিয়র ম্যানেজমেন্ট টিম ও এএমএল অ্যান্ড সিএফটি ডিভিশনের কর্মকর্তাদের পরিদর্শন ও অবস্থানসহ নানা কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে সপ্তাহটি উদযাপন করা হবে।

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও চিফ অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার জাবেদ আমিন, মানবসম্পদ বিভাগের প্রধান এসইভিপি এম আহসান উল্লাহ খান, এসইভিপি ও আরএমডি অ্যান্ড ল’ হেড ফিরোজ আলম, এসইভিপি ও হেড অব করপোরেট লায়াবিলিটি মার্কেটিং সাব্বির মোহাম্মদ সায়েম, ডেপুটি চিফ অ্যান্টি-মানিলন্ডারিং কমপ্লায়েন্স অফিসার ও ভিপি রাশেদুল করিমসহ বিভিন্ন বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

ব্যাংকের ঢাকাভিত্তিক শাখাগুলোর ব্যামেলকোরা সশরীরে অনুষ্ঠানে উপস্থিত হয়ে ও ঢাকার বাইরের শাখাগুলোর ব্যামেলকোরা ভার্চুয়ালি যুক্ত হয়ে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।

সারাবাংলা/টিআর

এএমএল অ্যান্ড সিএফটি সচেতনতা সপ্তাহ পদ্মা ব্যাংক

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর