Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সুনামগঞ্জে ইয়ামাহা রাইডারস ক্লাবের ত্রাণ বিতরণ

সারাবাংলা ডেস্ক
২৭ জুন ২০২২ ২১:২১

সুনামগঞ্জের ভয়াবহ বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতে বিভিন্ন ত্রাণ সামগ্রী বিতরণ করেছে ইয়ামাহা রাইডারস ক্লাব। বৃষ্টি আর পাহাড়ি ঢলে সৃষ্ট বন্যায় কয়েকদিন ধরে ওই অঞ্চলের পানিবন্দি মানুষ চরম খাদ্য সংকটে থাকায় বানভাসি মানুষের পাশে দাঁড়িয়েছে ক্লাবটি।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ক্লাবের সদস্যদের নিয়ে গঠিত একটি দল গত ২২ জুন ঢাকা থেকে এই কর্মসূচির জন্য যাত্রা শুরু করে। ২৩ জুন সুনামগঞ্জের বিভিন্ন অঞ্চলে প্রায় ২ হাজার মানুষের কাছে দলটি রান্না করা খাবার, শুকনো খাবার ও জরুরি ওষুধ বিতরণ করে।

সংবাদ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে দলটির সঙ্গে একটি মেডিকেল টিমও রাখা হয়। এই কর্মসূচিতে সার্বিক সহযোগিতা করে এসিআই মটরস।

ইয়ামাহা রাইডারস ক্লাব বাইকারদেরকে নিয়ে গঠিত একটি কমিউনিটি। এর আগে দেশের বিভিন্ন দুর্যোগে এই ক্লাব স্বতঃস্ফূর্তভাবে মানবতার সেবায় এগিয়ে এসেছে।

সারাবাংলা/টিআর

ইয়ামাহা রাইডারস ক্লাব ত্রাণ বিতরণ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর