ঢাকা: রাজধানীর রামপুরা কাঁচাবাজার এলাকায় ট্রাকের ধাক্কায় মোটরসাইকেল আরোহী এক ব্যক্তি নিহত হয়েছেন। তার নাম রইস উদ্দিন (৪৬)। সোমবার রাত সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
হাতিরঝিল থানার উপ-পরিদর্শক (এসআই) মিনহাজ উদ্দিন জানান, হাতিরঝিল থানাধীন রামপুরা কাঁচাবাজারের পাশের রাস্তায় একটি ট্রাক মোটরসাইকেলটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু হয় আরোহীর। মোটরসাইকেলে তিনি একাই ছিলেন। খবর পেয়ে মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেলের জরুরি বিভাগে নিয়ে যাওয়া হয়। পরে লাশ মর্গে রাখা হয়।
এস আই আরও জানান, নিহতের সঙ্গে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে তার নাম রইস উদ্দিন বলে জানা গেছে। বাড়ি নরসিংদি জেলায় আর বর্তমানে ঠিকানা রাজধানীর বনশ্রী উল্লেখ করা রয়েছে। ঘটনার পরপরই ঘাতক ট্রাকটির চালককে আটক করা হয়েছে।