Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

যুক্তরাষ্ট্রে লরিতে ৪৬ অভিবাসীর লাশ

আন্তর্জাতিক ডেস্ক
২৮ জুন ২০২২ ১১:২৭

যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে একটি পরিত্যক্ত লরি থেকে ৪৬ জনের লাশ উদ্ধার করা হয়েছে। এছাড়াও লরিটি থেকে ৪ শিশুসহ ১৬ জনকে অসুস্থ অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। মঙ্গলবার (২৮ জুন) বিবিসির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

যুক্তরাষ্ট্রের সংবাদ মাধ্যমের বরাত দিয়ে বিবিসির ওই প্রতিবেদনে জানানো হয়, সোমবার রাতে সান অ্যান্টোনিও শহরের উপকণ্ঠে রেললাইনের কাছে আবদ্ধ ওই ট্রাকটি পাওয়া যায়। তবে কীভাবে তাদের মৃত্যু হয়েছে, তা এখনো স্পষ্ট নয়। এ নিয়ে স্থানীয় পুলিশের কোনো বক্তব্য পাওয়া যায়নি।

নিউইয়র্ক টাইমসের প্রতিবেদন অনুযায়ী, লরিচালকের হদিস পাওয়া যাচ্ছে না। সান অ্যান্টোনিও পুলিশ চালকের খোঁজে অভিযান চালিয়ে যাচ্ছে।

এই মৃত্যুর জন্য যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের নীতিকে দায়ী করেছেন টেক্সাসের গভর্নর গ্রেগ অ্যাবোট। রিপাবলিকান পার্টির এই নেতা বলেছেন, সীমান্ত উন্মুক্ত রাখার যে নীতি নিয়ে বাইডেন চলছেন, তারই ফল এই মৃত্যু।

সারাবাংলা/এএম

টপ নিউজ


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর