Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

লাখো শহীদের প্রতি রাষ্ট্রপতি-প্রধানমন্ত্রীর শ্রদ্ধা


১৬ ডিসেম্বর ২০১৭ ০৮:০৩

স্পেশাল করেসপন্ডেন্ট

ঢাকা : মহান বিজয় দিবসে মুক্তিযুদ্ধের লাখো শহীদের স্মৃতির প্রতি ফুল দিয়ে শ্রদ্ধা জানিয়েছেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার সকাল সাড়ে ৬টায়  সাভারে জাতীয় স্মৃতিসৌধে তারা এ শ্রদ্ধা জানান।

শ্রদ্ধা জানানোর পর এক মিনিট নীরবে দাঁড়িয়ে শহীদদের স্মরণ করেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী। এ সময় বিউগলে বাজানো হয় করুণ সুর। প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর সেখানে সংসদের পক্ষ থেকে স্পিকার ড. শারমিন চৌধুরী শ্রদ্ধা জানান।

আওয়ামী লীগের পক্ষে শ্রদ্ধা জানান দলের সভানেত্রী শেখ হাসিনা। এরপর মন্ত্রিপরিষদ সদস্য, তিন বাহিনী প্রধানরা শ্রদ্ধা জানান।

ভিআইপিদের শ্রদ্ধা নিবেদনের পর স্মৃতিসৌধ প্রাঙ্গণ সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।

শ্রদ্ধা নিবেদন শেষে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, আমরা বিজয় এনেছি কিন্তু সাম্প্রদায়িকতার কারণে তা সুসংহত হচ্ছে না। বিএনপির ঘরে কোনো গণতন্ত্র নেই।

সারাবাংলা/জেআইএল/একে

 

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর