Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সরকারি ইনজেকশন চুরি: ফার্মাসিস্ট কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ১৮:২৬

ঢাকা: ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে (ঢামেক) সরকারি ইনজেকশন চুরি করে বিক্রির চেষ্টার অভিযোগের মামলায় ইসমাইল হোসেন (৩৪) নামে এক ফার্মাসিস্টকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছেন আদালত।

মঙ্গলবার (২৭ জুন) শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালত কারাগারে পাঠানোর আদেশ দেন।

এর আগে শাহবাগ থানা পুলিশ ইসমাইল হোসেনকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করেন। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক এই আদেশ দেন।

গত ২৭ জুন হাসপাতালের বহির্বিভাগের মেডিসিন স্টোরের সামনে থেকে ইসমাইল হোসেনকে আটক করে র‌্যাব। ইসমাইলের কাছ থেকে প্রায় ২০০টি ইনজেকশন উদ্ধার করা হয়েছে। এগুলোর আনুমানিক মূল্য প্রায় ২০ হাজার টাকা। এ ঘটনায় হাসপাতালের পক্ষ থেকে ওয়ার্ডমাস্টার বাশার বাদী হয়ে শাহবাগ থানায় মামলাটি করেন।

সারাবাংলা/এআই/এসএসএ

ফার্মাসিস্ট কারাগারে


বিজ্ঞাপন
সর্বশেষ

ভূতের গলির বাসায় মিলল বৃদ্ধের মরদেহ
৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:০০

সম্পর্কিত খবর