Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

১২০০ পরিবারকে ত্রাণ দিল বিসিএস

সারাবাংলা ডেস্ক
২৮ জুন ২০২২ ১০:৪৮

ঢাকা: তথ্যপ্রযুক্তি পেশাজীবীদের প্রাচীন ও শীর্ষ সংগঠন বাংলাদেশ কম্পিউটার সোসাইটির (বিসিএস) উদ্যোগে বন্যায় ক্ষতিগ্রস্ত প্রায় ১ হাজার ২০০ পরিবারকে ত্রাণ দেওয়া হয়েছে।

সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার ও বিশ্বম্ভরপুর দুটি উপজেলায় স্থানীয়দের সহযোগিতায় গত রোববার (২৬ জুন) এসব পরিবারের কাছে ত্রাণ পৌঁছে দেন বিসিএস’র সদস্যরা। মঙ্গলবার (২৮ জুন) এক

সংগঠনটির সাধারণ সম্পাদক আবদুর রহমান খান জিহাদ বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় মানুষদের সহযোগিতায় বিত্তবানসহ সকলের এগিয়ে আসা উচিৎ। জাতীয় দুর্যোগ মোকাবিলায় সকলে একসঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করলে দেশ অনেক দূর এগিয়ে যাবে।

বিসিএস’র কাউন্সিলর ও ত্রাণ বিতরণ কমিটির সদস্য মো. জারাফাত ইসলাম বলেন, মনুষ্যত্ববোধ থেকেই বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানোর চেষ্টা করেছি। অসহায় বিপদগ্রস্ত মানুষের জন্য কাজ করার অনুভূতিটা বেশ আনন্দের।

এ সময় বিসিএস’র সদস্য আব্দুল মতিন এবং সহকারী ব্যবস্থাপক জিয়াউর রহমানসহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

বাংলাদেশ কম্পিউটার সোসাইটি (বিসিএস)


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর