Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫০ পেরিয়ে ৫৮ বিলিয়ন ডলার রফতানি আয়ের আশা

সিনিয়র করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ২২:৪৭

প্রতীকী ছবি

ঢাকা: শেষ হতে যাওয়া ২০২১-২২ অর্থবছরের প্রথম প্রথম ১১ মাসে (জুলাই-মে) দেশ থেকে পণ্য রফতানি হয়েছিল ৪৭ বিলিয়ন (৪ হাজার ৭০০ কোটি) ডলারেরও বেশি। অর্থবছর শেষ হতে আরও দুইদিন বাকি। তবে এরই মধ্যে বাংলাদেশের রফতানি আয় ৫০ বিলিয়ন ডলারের মাইলফলক অতিক্রম করেছে। শুধু তাই নয়, চলতি অর্থবছরের ৫১ বিলিয়ন তথা ৫ হাজার ১০০ কোটি ডলারের লক্ষ্যমাত্রা ছাড়িয়ে বাংলাদেশ ৫৮ বিলিয়ন ডলার বা ৫ হাজার ৮০০ কোটি ডলারের ল্যান্ডমার্ক স্পর্শ করবে।

বিজ্ঞাপন

রফতানি উন্নয়ন ব্যুরোর তথ্য বলছে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসেই রফতানি আয় ৪ হাজার ৩০০ কোটি ডলার ছাড়িয়ে যায়। ১০ মাসের এই রফতানি আয়ের পরিমাণ আগের যেকোনো অর্থবছরের তুলনায় ছিল বেশি। এর মধ্যে মে মাস, অর্থাৎ অর্থবছরের ১১ মাস শেষে রফতানি আয় দাঁড়ায় ৪ হাজার ৭১৭ কোটি ডলারে। অনুমিতভাবেই অর্থবছরে প্রথমবারের মতো ৫০ বিলিয়ন ডলার বা ৫ হাজার কোটি ডলার ছাড়িয়ে যাওয়ার কথা ছিল।

চলতি জুন মাসের প্রথম ২৫ দিনে কেবল পোশাক খাত থেকেই ৩০০ কোটি ডলারেরও বেশি রফতানি আয় হওয়ায় এরই মধ্যে ৫০ বিলিয়ন ডলার রফতানির রেকর্ড স্পর্শ করেছে বাংলাদেশ। অর্থবছর শেষে এটি ৫৮ বিলিয়ন ডলার হতে পারে বলে আশা করা হচ্ছে।

আরও পড়ুন- রফতানিতে নতুন রেকর্ড, অর্থবছরে ৫ হাজার কোটি ডলার ছাড়ানোর আশাবাদ

জানতে চাইলে রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) ভাইস চেয়ারম্যান এ এইচ এম আহসান সারাবাংলাকে বলেন, এ বছর রফতানি লক্ষ্যমাত্রা ছিল ৫১ বিলিয়ন ডলার। এর মধ্যে পণ্য খাত থেকে রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৪৩ দশমিক ৫ বিলিয়ন ডলার, সেবা খাত থেকে ৭ দশমিক ৫ বিলিয়ন ডলার।

তিনি বলেন, এখনো জুন শেষ হয়নি। এর মধ্যেই বিভিন্ন তথ্য-উপাত্ত দেখে আমরা বুঝতে পারছি, এ বছর পণ্য খাতেই রফতানি আয় হবে ৫০ বিলিয়ন ডলার। আর সেবা খাতে রফতানি আয় হবে ৮ বিলিয়ন ডলার। সব মিলিয়ে এ বছর রফতানি আয় হবে ৫৮ বিলিয়ন ডলার।

ইপিবির ভাইস চেয়ারম্যান আরও বলেন, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) আমাদের ডাটা সোর্স। জুন শেষ হলে তাদের কাছ থেকে চূড়ান্ত তথ্য পাওয়া যাবে। তবে আমাদের প্রাক্কলনে দেখা যাচ্ছে, রফতানি আয় ৫৮ বিলিয়ন ডলার হবে।

আরও পড়ুন- মে মাসে কমলেও রেকর্ড রফতানির পথে দেশ

বিজ্ঞাপন

এর আগে, ২০১৮-১৯ অর্থবছরে দেশের ইতিহাসে সর্বোচ্চ ৪ হাজার ৫৩ কোটি ডলার রফতানি আয়ের রেকর্ড হয়েছিল। করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতির কারণে পরের বছরগুলোতে রফতানি আয় কমে যায়। তবে চলতি অর্থবছরে প্রথমবারের মতো ৫ হাজার কোটি ডলার বা ৫০ বিলিয়ন ডলার পেরিয়ে ৫১ বিলিয়ন বা ৫ হাজার ১০০ কোটি ডলার রফতানির লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছিল। এর মধ্যে প্রথম ১০ মাসেই আগের অর্থবছরের রফতানি আয়ের রেকর্ড ভেঙে গিয়েছিল। এরপর জুনের প্রথম ২৫ দিনে পোশাক খাত থেকে ৩০০ কোটি ডলার রফতানি আয় আসায় ৫০ বিলিয়নের চূড়াও স্পর্শ করেছে বাংলাদেশ। অর্থবছরে পণ্য ও সেবা মিলিয়ে এবার ৫৮ বিলিয়ন ডলার রফতানির নতুন রেকর্ডের পথে বাংলাদেশ।

এদিকে, চলতি অর্থবছরের রেকর্ড ভেঙে আগামী অর্থবছরে দেশের রফতানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে আশাবাদ প্রকাশ করেছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। তিনি বলেন, ‘দেশের রফতানি আয় বেড়ে চলছে। চলতি অর্থবছরে (২০২১-২২) রফতানি আয় ৫১ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে। আর আগামী অর্থবছরে (২০২২-২৩) রফতানি আয় ৬০ বিলিয়ন ডলার ছাড়িয়ে যাবে বলে প্রত্যাশা করছি।’

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইপিবি টপ নিউজ রফতানি আয় রফতানি আয়ে রেকর্ড রফতানি উন্নয়ন ব্যুরো

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর