Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই’

স্পেশাল করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ২৩:০৯

ঢাকা: মহিলা সংরক্ষিত আসনের সংসদ সদস্য কণ্ঠশিল্পী মমতাজ বিএনপির সংসদ সদস্য হারুনুর রশিদের উদ্ধৃতি দিয়ে বলেছেন, ‘আমরাও কোরআন-হাদিস পড়ি, ছয়টি হাদিস গ্রন্থ আমি পড়েছি। আমি মা-বাবাসহ হজ করেছি। এগুলো ধারণ করার বিষয়, প্রকাশ করার নয়। আমার বাবা বাউল। আমরা ধর্মভীরু, ধর্মান্ধ নই।’

মঙ্গলবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেটের ওপর আলোচনায় অংশ নিয়ে তিনি এসব কথা বরেন।

সংসদ সদস্য মমতাজ বিএনপির সংসদ সদস্যদের বিভিন্ন বক্তব্যের সমালোচনা করে বলেন, এখন নারীরা শাড়ি-গয়না চায় না। এখন নারীরা চায় নৌকায় ভোট। তাদের স্পষ্ট দাবি ‘চাই না গয়না, চাই না শাড়ি/নৌকাতে ভোট না দিলে, যাবো চলে বাপের বাড়ি।’ এরপরই তিনি এ নিয়ে সংসদে একটি গান পরিবেশন করেন। ওই সময় সংসদ নেতা শেখ হাসিনা তার আসনে বসে হাসছিলেন এবং টেবিল চাপড়াচ্ছিলেন।

মমতাজ সংসদে আরও বলেন, ‘সম্প্রতি অস্ট্রেলিয়ার সিডনি ও মেলবোর্নে বঙ্গবন্ধু পরিষদের আয়োজনে অনুষ্ঠান করতে গিয়েছিলাম। সেখানে আমার পাঙ্খাপাঙ্খা গানের সঙ্গে একটা মেয়ে খুব সুন্দর নাচছিল। অনুষ্ঠান শেষে মেয়েটি আমার সঙ্গে সেলফি তুলতে আসলে আমি বলেছিলাম, তুমি কী নাচ শিখেছো? মেয়েটি আমাকে বলে, আপনি আমার বাবাকে চিনবেন। তিনি আপনার কলিগ। আমি জানতে চাইলাম কে? মেয়েটি জানালো, তার বাবা হারুনুর রশীদ সাহেব (বিএনপির সংসদ সদস্য)। তার এ কথার পরই সংসদে হাসির রোল ওঠে। সংসদ নেতা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকেও এ সময় হাসতে দেখা যায়। ওই সময় বিএনপি দলীয় সংসদ সদস্য হারুন তার আসনে বসে হাসছিলেন।’

সারাবাংলা/এএইচএইচ/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

শরৎ বাংলাদেশের কোমল স্নিগ্ধ এক ঋতু
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৭:৫৪

সম্পর্কিত খবর