Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জাবিতে আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন আইআর

জাবি করেসপন্ডেন্ট
২৮ জুন ২০২২ ২৩:৪১

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) আন্তঃবিভাগ বাস্কেটবল প্রতিযোগিতার ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক (আইআর) বিভাগ ৪৮/৪৭ স্কোর ব্যবধানে দর্শন বিভাগকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। টুর্নামেন্ট সেরা খেলোয়াড় নির্বাচিত হয়েছেন দর্শন বিভাগের ৪৮তম ব্যাচের শিক্ষার্থী মো. শাহানুর রহমান সজীব।

মঙ্গলবার (২৮ জুন) বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

ফাইনাল খেলায় ৪৭ স্কোর করে দর্শন বিভাগ। টান টান উত্তেজনাকর এই খেলায় মাত্র ১ পয়েন্ট ব্যবধানে ৪৮ স্কোর করে জয় নিশ্চিত করে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগ।

আন্তঃবিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতা পরিচালনা কমিটির সভাপতি অধ্যাপক খন্দকার মোহাম্মদ শরিফুল হুদা বলেন, খেলা দেখে আমি ছাত্র জীবনে ফিরে গেছি। ছাত্রাবস্থায় আমি বিশ্ববিদ্যালয়ের মূলদলের খেলোয়াড় ছিলাম, চ্যাম্পিয়নও হয়েছি। আজকের খেলা দেখে সেই কথা মনে পড়ে গেল। শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক স্বাস্থ্য ঠিক রাখতে খেলাধুলার বিকল্প নেই। যেহেতু আমি খেলোয়াড় ছিলাম, এখন পরিচালনা কমিটির সভাপতি হিসেবেও সঠিকভাবে দায়িত্ব পালন করার চেষ্টা করেছি। যতটা সুন্দরভাবে খেলা পরিচালনা করা যায় সেই চেষ্টা করেছি।’

রানার্সআপ দল দর্শন বিভাগের ছাত্র উপদেষ্টা সহকারী অধ্যাপক আবদুছ ছাত্তার বলেন, ‘খেলাধুলায় দর্শন বিভাগ বরাবরই ভালো করছে। বাস্কেটবলে এই প্রথম দর্শন বিভাগ ফাইনাল খেলেছে। প্রথমবারেই আমরা প্রত্যাশার চেয়ে ভালো খেলেছি। মাত্র এক স্কোর ব্যবধানে হেরেছি, ভাগ্য সুপ্রসন্ন থাকলে হয়তো আমরাই চ্যাম্পিয়ন হতাম।’

বিজ্ঞাপন

বিজয়ী দল আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক মো. আবদুল্লাহ হেল কাফী উচ্ছাস প্রকাশ করে বলেন, ‘আমি নিজে উপস্থিত থেকে আজকের ফাইনাল খেলা উপভোগ করেছি ও বিজয়ী হয়েছি। যে কোনো বিজয় নিঃসন্দেহে আনন্দের‌। নিজের বিভাগের এমন বিজয়ে আমরা উচ্ছ্বসিত ও আনন্দিত। দর্শন বিভাগের জন্যও শুভকামনা। তারাও অনেক ভালো খেলেছে। তারাও বিজয়ী হতে পারতো।’

প্রসঙ্গত, ১৪ জুন থেকে বিশ্ববিদ্যালয়ের জিমনেশিয়ামে আন্তঃবিভাগীয় বাস্কেটবল প্রতিযোগিতার উদ্বোধন হয়।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

ভারত থেকে ফিরলেন ৯ বাংলাদেশি তরুণী
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:২৩

আজ জাতিসংঘে বাংলায় ভাষণ দেবেন ড. ইউনূস
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১২:০৪

সবজি-মুরগির বাজার চড়া, অধরা ইলিশ
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১১:১০

সম্পর্কিত খবর