।। স্টাফ করেসপন্ডেন্ট ।।
ঢাকা: হৃদয়কে তো কিছু একটা করে খেতেই হবে। আমার দুই মেয়ে ও একমাত্র ছেলে হৃদয়। ওর এক হাত নেই। সে জন্য ও কি ঘরে বসে থাকবে। যদি সরকারের পক্ষ থেকে একটা চাকরির ব্যবস্থা করতো, তা হলে খুব ভালো হতো। কথাগুলো বলছিলেন, হৃদয়ের মা শাহিদা বেগম।
তিনি বলেন, চিকিৎসকরা আমাদের জানিয়েছেন আমার হৃদয় ভালো আছে। দুই থেকে তিন দিন পরপর হাতের ড্রসিং চলছে। আমরা চাই ও সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে আসুক। আপনারাও আমার হৃদয়ের জন্য দোয়া করবেন।
এর আগে শনিবার (২১ এপ্রিল) সকালে ব্যক্তিগত এক রোগীকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আসেন যোগাযোগ মন্ত্রী ওবায়দুল কাদের। তিনি যাওয়ার পথে হৃদয়কে দেখে যান। তার চিকিৎসার খোঁজ খবর নেন। এবং পরিচালককে নির্দেশ দেন হৃদয়ের চিকিৎসার যেন কোনো ব্যাঘাত না ঘটে।
হৃদয়ের বাবা রবিউল ইসলাম জানান, মন্ত্রী তাকে বলেছে, হৃদয় সুস্থ হলে যেন তার দফতরে যোগাযোগ করে। তিনি একটা ব্যবস্থা করবেন বলে জানান।
হৃদয়ের বাবা বলেন, এখানে তার ভালো চিকিৎসা হচ্ছে। চিকিৎসার কোনো ত্রুটি হচ্ছে না।
হাসপাতালের অর্থপেডিকস বিভাগের প্রধান অধ্যাপক ডা. শামসুজ্জামান বলেন, হৃদয় এখন অনেকটায় সুস্থ আছে। তার কাটা হাতের ক্ষতটা আছে। সেখানে নিয়মিত ড্রেসিং করা হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/এমআই
** দ্রুত খবর জানতে ও পেতে সারাবাংলার ফেসবুক পেজে লাইক দিয়ে রাখুন: Sarabangla/Facebook