Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ডেসটিনির ভাইস প্রেসিডেন্টসহ ৪ জন কারাগারে

স্টাফ করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ১৮:১৬

ঢাকা: ডেসটিনি-২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় দণ্ডপ্রাপ্ত ভাইস প্রেসিডেন্ট মেজর (অব.) সাকিবুজ্জামান খানসহ চার জনকে কারাগারে পাঠানোর আদেশ দিয়েছে আদালত।

বুধবার (২৯ জুন) ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক শেখ নাজমুল আলমের আদালতে তারা আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি শেষে আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

বিজ্ঞাপন

কারাগারে যাওয়া অপর তিন আসামি হলেন ডেসটিনি গ্রুপের প্রতিষ্ঠান বেস্ট অ্যাভিয়েশনের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার মোল্লা আল আমিন, হেড অব ফাইন্যান্স কাজী মোহাম্মদ ফজলুর করিম ও সুনীল বরণ কর্মকার।

গত ১২ জুন ডেসটিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক রফিকুল আমীনের স্ত্রী মিসেস ফারাহ দীবা আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন। আদালত জামিন আবেদন নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

গত ১২ মে ডেসটিনি ২০০০ লিমিটেডের চার হাজার ১১৯ কোটি ২৪ লাখ টাকা মানিলন্ডারিং আইনের এক মামলায় এমডি রফিকুল আমিনসহ ৪৬ জনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড দেন আদালত। পাশাপাশি আসামিদের ২৩০০ কোটি টাকা অর্থদণ্ড করা হয়।

সারাবাংলা/এআই/একে

অর্থ আত্মসাৎ ডেসটিনি রিমান্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর