Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ফিনল্যান্ড-সুইডেনকে ন্যাটোর আমন্ত্রণ

আন্তর্জাতিক ডেস্ক
২৯ জুন ২০২২ ২০:৪১

উত্তর আটলান্টিক নিরাপত্তা জোটে (ন্যাটো) যোগ দেওয়ার জন্য ফিনল্যান্ড এবং সুইডেনকে আনুষ্ঠানিক আমন্ত্রণ জানানো হয়েছে। এর আগে তুরস্ক ওই দুই দেশের ন্যাটোতে যোগ দেওয়ার ব্যাপারে ভেটো দিয়েছিল। তারা ভেটো প্রত্যাহার করে নেওয়ার পরই দেশ দুটির কাছে আমন্ত্রণ পাঠানো হলো।

ইউরোপের নিরাপত্তা ব্যবস্থার ইতিহাসে এই আমন্ত্রণ এক যুগান্তকারী সিদ্ধান্ত বলে মনে করা হচ্ছে। ইউক্রেনে রুশ আগ্রাসনের মুখে হেলসিঙ্কি এবং স্টকহোম তাদের নিরপেক্ষ ভাবমূর্তির বাইরে গিয়ে কোনো জোটে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিল।

বিজ্ঞাপন

স্পেনের মাদ্রিদে চলমান ন্যাটো সম্মেলন থেকে বুধবার (২৯ জুন) এই সিদ্ধান্তের কথা জানানো হয়েছে।

একইসঙ্গে, রাশিয়াকে ন্যাটো এবং তাদের জোটসঙ্গীদের জন্য সরাসরি হুমকি হিসেবে চিহ্নিত করা হয়েছে বলে সম্মেলনের নথি থেকে জানা যাচ্ছে।

সারাবাংলা/একেএম

ন্যাটো

বিজ্ঞাপন
সর্বশেষ

২ দিনে আয় ২৮৯ কোটি টাকা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:৩২

মৌসুমী হামিদের সংসার যেমন চলছে
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৮:২৬

সম্পর্কিত খবর