সুরমা কুশিয়ারার ৪ পয়েন্টে পানি এখনও বিপৎসীমার উপরে
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২৯ জুন ২০২২ ২২:০৪
২৯ জুন ২০২২ ২২:০৪
সিলেট: সিলেটে ধীরে পানি কমায় বানবাসী মানুষের দুর্ভোগ বাড়ছে। অনেকেই এখনও রয়েছে আশ্রয়কেন্দ্রে। আবার ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হওয়ায় কেউ কেউ ফিরতে পারছেন না বাড়িতে।
এদিকে-ত্রাণ তৎপরতা বাড়ানো হয়েছে সিলেটে। প্রশাসনসহ সেনাবাহিনী, র্যাব, বিজিবি ও পুলিশের পক্ষ থেকে ত্রাণ বিতরণের পাশাপাশি বন্যার্ত এলাকায় দেওয়া হচ্ছে চিকিৎসা সেবাও।
পানি উন্নয়ন বোর্ডের তথ্য মতে- কানাইঘাটে সুরমা, জকিগঞ্জ, শ্যাওলা ও ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা নদীর পানি বিপৎসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। পানি কমার গতি ধীর হওয়ার কারণে দ্রুত হচ্ছে না বন্যার উন্নতি।
সারাবাংলা/একে