Saturday 07 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যান সবজি বাজারে, নিহত ৪

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১১:২০

নরসিংদী: জেলার রায়পুরা উপজেলায় মালবাহী কার্ভাডভ্যানের চাপায় চারজন নিহত হয়েছেন। এ সময় গুরুতর আহত হয়েছেন আরও পাঁচজন। নিয়ন্ত্রণ হারিয়ে কার্ভাডভ্যানটি স্থানীয় সবজি বাজারে উঠে গেলে এ হতাহতের ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (৩০ জুন) সকাল ৮টায় ঢাকা-সিলেট মহাসড়কের রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় এ সড়ক দুর্ঘটনা ঘটে। ভৈরব হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হোসেন এ তথ্য নিশ্চিত করেন।

নিহতরা হলেন- রায়পুরার মির্জাপুর ইউনিয়নের মির্জাপুর গ্রামের ফজর আলীর ছেলে ফারুক মিয়া (৫৫), একই ইউনিয়নের নিলকুঠি এলাকার সায়েদ মিয়ার ছেলে মোস্তাকিম মিয়া (৪৫), মাহমুদাবাদ মিঠাবানহাতি এলাকার সেন্টু মিয়ার ছেলে রিপন (২৮) ও মাহমুদাবাদ সরকার বাড়ির জনাব আলীর ছেলে বাচ্চু মিয়া (৫৬)।

ভৈরব হাইওয়ে পুলিশ জানায়, বৃহস্পতিবার সকালে ঢাকা থেকে ছেড়ে আসা একটি মালবাহী কাভার্ডভ্যান সিলেটের উদ্দেশে যাচ্ছিল। পথে ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ মেশিনঘর এলাকায় পৌঁছালে কার্ভাডভ্যানটি নিয়ন্ত্রণ হারিয়ে মহাসড়কের পাশের সবজি বাজারে উঠে যায়। এতে কার্ভাডভ্যানের চাপায় ঘটনাস্থলেই ফারুক, মোস্তাকিম ও রিপন নামে তিন সবজি বিক্রেতা মারা যান। আর গুরুতর আহত হন আরও ছয়জন। তাদের মধ্যে ঢাকা নেওয়ার পথে বাচ্চু মিয়া মারা যান।

ভৈরব হাইওয়ে থানার ওসি মোজাম্মেল হোসেন বলেন, কার্ভাডভ্যানের চালক ঘুমিয়ে পড়ার কারণে নিয়ন্ত্রণ হারিয়ে এ দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কার্ভাডভ্যানটি আমাদের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

সারাবাংলা/এনএস

কার্ভাডভ্যানের চাপা সড়ক দুর্ঘটনা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর