অনুমোদনহীন ভবন ভেঙে দিলো রাজউক, মালিককে জরিমানা
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ১৭:১৪
৩০ জুন ২০২২ ১৭:১৪
নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জ শহরে অনুমোদনহীন একটি ভবন ভেঙে দিয়েছে রাজউক। এসময় ভবনের মালিককে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ডের নির্দেশ দিয়েছেন ম্যাজিস্ট্রেট।
বৃহস্পতিবার (৩০ মে) দুপুরে আল্লামা এলাকায় আল জয়নাল ট্রেড সেন্টারের মালিক জয়নাল আবেদিনের মালিকানাধীন অনুমোদনহীন ভবনটি ভেঙে দেয় রাজউক।
রাজউকের ম্যাজিস্ট্রেট কামরুল ইসলাম জানান, রাজউক থেকে কোনো নকশার অনুমোদন না নিয়েই ভবনটি নির্মাণ করা হচ্ছিল। এছাড়া ভবনের জমির মালিকানা নিয়েও জটিলতা আছে। ভবনটির মালিককে ২ লাখ টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।
সারাবাংলা/এমও