প্রাথমিক শিক্ষা উন্নয়নে ৪৮০ কোটি টাকা অনুদান দিচ্ছে বিশ্বব্যাংক
৩০ জুন ২০২২ ২১:২৬
ঢাকা: প্রাথমিক শিক্ষার উন্নয়নে পাঁচ কোটি ৩৫ লাখ ডলার বা প্রায় ৪৮১ কোটি টাকা অনুদান দিচ্ছে জিপিই (গ্লোবাল পার্টনারশিপ ফর এডুকেশন ট্রাস্টফান্ড) এবং বিশ্বব্যাংক। এ জন্য একটি অতিরিক্ত অর্থায়ন চুক্তি সই হয়েছে। কোয়ালিটি লার্নিং ফর অল প্রোগ্রাম আন্ডার দ্য ফোর্থ প্রাইমারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (পিইডিপি-৪) শীর্ষক কর্মসূচির আওতায় এ অর্থ ব্যয় করা হবে।
বৃহস্পতিবার (৩০ জুন) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে এই চুক্তি সই হয়। চুক্তিতে সই করেন অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সচিব ফাতিমা ইয়াসমিন এবং বিশ্বব্যাংকের কান্ট্রি ডিরেক্টর মাসিং টেম্বন। সংস্থাটির ঢাকা অফিস থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কর্মসূচির আওতায় প্রাক-প্রাথমিক হতে গ্রেড-৫ পর্যন্ত শিক্ষার মান উন্নত করা হচ্ছে। পাঠ্যসূচিতে নির্ধারিত শ্রেণি ও বিষয়ভিত্তিক শিক্ষণ যোগ্যতা অর্জনের লক্ষ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষণ ও শেখানোর গুণগতমানের উন্নয়ন সাধনসহ বিভিন্ন উন্নয়ন কার্যক্রম বাস্তবায়ন করা হবে।
সারাবাংলা/জেজে/পিটিএম