Friday 04 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পদ্মা সেতুর মাওয়া প্রান্তে প্রাইভেটকার চাপায় নারীর মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ২২:০২

মুন্সীগঞ্জ: পদ্মা সেতুর মুন্সীগঞ্জের মাওয়া প্রান্তের টোল প্লাজার কাছে প্রাইভেট কার চাপায় এক বৃদ্ধ নারী পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৩০ জুন) দুপুর সাড়ে ১২টায় মাওয়া প্রান্তের টোলপ্লাজার কাছের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত বৃদ্ধার পরিচয় এখনও পাওয়া যায়নি।

শ্রীনগর ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, পদ্মা উত্তর থানার কাছের এক্সপ্রেসওয়ে দিয়ে বৃদ্ধা রাস্তা পারাপারের সময় গাড়ি চাপায় ঘটনাস্থলেই নিহত হন। তারা খবর পেয়ে দ্রুত সেখানে গিয়ে লাশ উদ্ধার করে পদ্মা উত্তর থানায় হস্তান্তর করে।

সেতুর উত্তর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন জানান, ধারণা করা হচ্ছে সড়কের এক পাশ থেকে আরেক পাশে যাওয়ার সময় একটি প্রাইভেট কার চাপা দিলে ঘটনাস্থলেই মারা যায় বৃদ্ধা। ফায়ার সার্ভিসের টিম এসে মরদেহটি উদ্ধার করেন। এখনও বৃদ্ধার পরিচয় পাওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে।

সারাবাংলা/এমও

নারীর মৃত্যু পদ্মা সেতু মাওয়া

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর