Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্ত্রীকে বিদেশে পাচারের দায়ে স্বামীর ৩ বছর কারাদণ্ড

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৩০ জুন ২০২২ ২২:৫৭

ছবি: প্রতিকী

রাজশাহী: স্ত্রীকে বিদেশে পাচারের দায়ে স্বামীকে তিন বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া তাকে ২০ হাজার টাকা জরিমানাও করা হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে (৩০ জুন) রাজশাহীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের বিচারক লিয়াকত আলী মোল্লা আসামিকে এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্ত স্বামীর নাম মাসুম পারভেজ রুবেল (৩২)।

রাজশাহীর মানবপাচার অপরাধ দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) শফিকুল ইসলাম রেন্টু আদেশের তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, মানবপাচার প্রতিরোধ ও দমন আইন ২০১২ সালের ৮ ধারায় এই দণ্ড দেওয়া হয়েছে আসামিকে।

শরিফুল ইসলাম রেন্টু জানান, আসামী মাসুদ পারভেজ ২০১৭ সালের ৩০ নভেম্বর তার এক কন্যা সন্তানের জননী স্ত্রীকে ভুল বুঝিয়ে সৌদি আরবে পাচার করে দেনয়। সেখানে ভিকটিম বিভিন্ন সময়ে যৌন নির্যাতনের শিকার হয়ে মানবেতর জীবনযাপন করতে বাধ্য হন।

পিপি বলেন, তিন বছরেরও বেশি সময় পর ২০২১ সালের ১৪ জানুয়ারি দেশে ফেরেন ওই গৃহবধূ। ওই বছরের ২৩ সেপ্টেম্বর আদালতে মামলা দায়ের করেন তিনি। আদালত এই মামলায় চার জনের সাক্ষ্য নিয়ে এই দণ্ড দিয়েছেন।

সারাবাংলা/টিআর

মানব পাচার স্ত্রীকে পাচার স্বামীর কারাদণ্ড

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর