Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সাম্প্রদায়িক অপশক্তিকে দমন করা হবে: তথ্যমন্ত্রী

স্পেশাল করেসপন্ডেন্ট
১ জুলাই ২০২২ ২০:৩৯

চট্টগ্রাম ব্যুরো : সাম্প্রদায়িক অপশক্তিকে সরকার কঠোর হস্তে দমন করবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।

শুক্রবার (০১ জুলাই) বিকেলে নগরীর প্রবর্তক মোড়ে রথযাত্রা উৎসবের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।

হাছান মাহমুদ বলেন, ‘আমাদের এই দেশে মাঝে মাঝে সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠার চেষ্টা করে। এ অপশক্তি মাঝেমধ্যে সাপের মতো ছোবল মারার চেষ্টা করে। বিভিন্ন সময় সেই অপচেষ্টা আমাদের সরকার কঠোর হস্তে দমন করেছে। আমরা যে কোনো সাম্প্রদায়িক অপশক্তিকে কঠোর হস্তে দমন করতে বদ্ধপরিকর।’

‘যারা এদেশে সাম্প্রদায়িক রাজনীতি করে, তাদের রাজনীতির মূল প্রতিপাদ্য হচ্ছে সাম্প্রদায়িকতা এবং ভারত বিরোধিতা। যখন নির্বাচন আসে তখন তারা সাম্প্রদায়িকতাকে নিয়ে আসে নির্বাচনের মাঠে। বলতে শুরু করে, আওয়ামী লীগ হচ্ছে হিন্দুদের দল, আওয়ামী লীগ হচ্ছে ভারতের চর। যদিও এই সমস্ত ট্যাবলেট আগের মতো কাজ করে না। কিন্তু নির্বাচন অতি সন্নিকটে। তারা আবারও একই স্লোগান নিয়ে হাজির হবে।’

যারা সাম্প্রদায়িক রাজনীতি করে তাদের বর্জনের আহ্বান জানিয়ে মন্ত্রী বলেন, ‘যারা সাম্প্রদায়িক অপশক্তিকে লালনপালন করে, সাম্প্রদায়িকতা নিয়ে রাজনীতি করে, সাম্প্রদায়িকতার বিষবাষ্প ছড়িয়ে যারা দেশে গণ্ডগোল পাকায়, যারা এই অসাম্প্রদায়িক দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়, অতীতে করেছিল, তাদেরকে আপনারা চেনেন, তাদেরকে বর্জন করুন। আপনারা ভাল করে জানেন এবং বুঝেন কারা এই দেশকে সাম্প্রদায়িক রাষ্ট্রে পরিণত করতে চায়। আর দুর্যোগ দুর্বিপাকে প্রয়োজনের সময় কারা আপনাদের পাশে থাকে, সেই কথাটি সবার মাঝে ছড়িয়ে দিতে হবে।’

বিজ্ঞাপন

সারাবাংলা/আরডি/একে

তথ্যমন্ত্রী সাম্প্রদায়িক অপশক্তি হাছান মাহমুদ

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর