ঢাকা: আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য বীর মুক্তিযোদ্ধা মুকুল বোস মারা গেছেন। শনিবার (২ জুলাই) ভারতের চেন্নাই এপোলো হাসপাতালে স্থানীয় সময় ভোর পাঁচটা বিশ মিনিটে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
মৃত্যুকালে মুকুল বোসের বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, এক পুত্র এবং এক কন্যা রেখে গেছেন। তার মৃত্যুতে প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
মুকুল বোস বেশ কিছু দিন ধরে অসুস্থতায় ভুগছিলেন। গত ২৯ মে তাকে হাসপাতালে ভর্তি করানো হয়। সেসময় তাকে রাজধানীর স্কয়ার হাসপাতালে করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) লাইফ সাপোর্টে রাখা হয়। কয়েকদিন পর উন্নত চিকিৎসার জন্য তাকে ভারত নিয়ে যাওয়া হয়।
২০তম জাতীয় কাউন্সিলে দেওয়া ক্ষমতাবলে মুকুল বোসকে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য হিসেবে মনোনয়ন দেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। এর আগে মুক্তিযোদ্ধা মুকুল বোস আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদকেরও দায়িত্ব পালন করেছিলেন।