Sunday 29 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

মণিপুরে ধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১

আন্তর্জাতিক ডেস্ক
২ জুলাই ২০২২ ১১:১৯

ভারতের মণিপুর রাজ্যে ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৮১ জনে দাঁড়িয়েছে। এর মধ্যে ১৮ জন টেরিটোরিয়াল আর্মির জওয়ান। প্রায় ৫৫ জন এখনও ধ্বংসস্তূপে আটকে রয়েছেন।

গত বৃহস্পতিবার (৩০ জুন) মণিপুরের নোনিতে রেলের নির্মাণ প্রকল্পের কাছে আর্মি ক্যাম্পে এ ধসের ঘটনা ঘটে। ভারী বৃষ্টিপাতের ফলে  শনিবার সকালে ঘটনাস্থল পরিদর্শনে যান বীরেন সিংহ। এসময় তিনি উপস্থিত সাংবাদিকদের এ ঘটনা রাজ্যের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ঘটনা বলে বর্ণনা করেন।

বিজ্ঞাপন

তিনি জানান, ধসে এ পর্যন্ত ৮১ জন মারা গেছেন। মাটির নিচে এখনও প্রায় ৫৫ জন আটকে আছেন। উদ্ধারকাজ শেষ হতে আরও দুই থেকে তিন দিন লাগতে পারে।

এর আগে, উদ্ধারকাজে সাহায্যের জন্য জাতীয় বিপর্যয় মোকাবিলা বাহিনী ও সেনা সদস্যদের পাঠায় ভারতের কেন্দ্রীয় সরকার।

রাজ্যে ভারী বর্ষণের ফলে ছোট বড় বহু ধসের ঘটনা ঘটছে। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় উদ্ধারকাজও বাধাগ্রস্ত হচ্ছে। বর্ষণের জেরে ওই রাজ্যে আরও ধসের আশঙ্কা করা হচ্ছে।

সারাবাংলা/আইই

টপ নিউজ

বিজ্ঞাপন
সর্বশেষ

বিপদসীমার ওপরে পানি, ৪৪ জলকপাট খোলা
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৫:০৬

তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৪:৫৪

সিটিকে সরিয়ে শীর্ষে লিভারপুল
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:২০

পদ্মায় কমেছে পানি, থামছে না ভাঙন
২৯ সেপ্টেম্বর ২০২৪ ১৩:১৯

সম্পর্কিত খবর