চট্টগ্রামের বাঁশখালীতে তৃতীয় শ্রেণির ছাত্রী ধর্ষণের অভিযোগ
২১ এপ্রিল ২০১৮ ১৮:৩১ | আপডেট: ২১ এপ্রিল ২০১৮ ১৮:৩৫
।। স্পেশাল করেসপন্ডেন্ট ।।
চট্টগ্রাম ব্যুরো: তৃতীয় শ্রেণির এক ছাত্রীকে ধর্ষণের অভিযোগে চট্টগ্রামের বাঁশখালী থানায় মামলা দায়ের করা হয়েছে। গত ১৮ এপ্রিল বুধবার ধানক্ষেতে ঘাস কাটতে যাবার পর আব্দুল হাকিম মিন্টু তাকে ধর্ষণ করে, বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
শনিবার (২১ এপ্রিল) দুপুরে ওই ছাত্রীর বাবা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। অভিযুক্ত মিন্টুকে (৩০) ধরতে অভিযান শুরু করেছে পুলিশ।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সালাহ উদ্দিন সারাবাংলাকে জানান, মামলার এজাহারে বলা হয়েছে, আনুমানিক ৯ বছর বয়সী ওই ছাত্রীর বাড়ি বাঁশখালী উপজেলার শেখেরখীল ইউনিয়নের টেকপাড়া গ্রামে।
তিনি আরও বলেন, মেয়েটির চিৎকারে লোকজন জড়ো হয়ে তাকে উদ্ধার করে প্রথমে বাঁশখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্স এবং পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হয়। মেয়েটি বর্তমানে চমেক হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে চিকিৎসাধীন আছে।
ওসি সারাবাংলাকে বলেন, ডাক্তারি পরীক্ষায় ধর্ষণের প্রমাণ মিলেছে। মেয়েটিকে নিয়ে হাসপাতালে ব্যস্ত থাকায় তার বাবা মামলা করতে তিন দিন দেরি করেছেন। এ জন্য আমরাও ঘটনাটি পরে জেনেছি।
সারাবাংলা/আরডি/আইএ