Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

পাগলা মসজিদের দানবাক্সে মিলল ৩ কোটি ৬০ লাখ টাকা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
২ জুলাই ২০২২ ২২:৩০

কিশোরগঞ্জ: ঐতিহাসিক পাগলা মসজিদের দানবাক্স থেকে এবার তিন মাস ২০ দিন পর পাওয়া গেছে তিন কোটি ৬০ লাখ ২৭ হাজার ৪১৫ টাকা।

শনিবার (২ জুলাই) জেলা প্রশাসনের ৮ ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে সকাল ৯টায় ৮ দানবাক্স খোলার পর ১৬টি বস্তায় ভরে মসজিদের মেঝেতে ঢেলে শুরু হয় গণনার কাজ। সকাল ৯টা থেকে শুরু হয়ে গণনা চলে সন্ধ্যা ৬টা পর্যন্ত। নগদ টাকা ছাড়াও দানবাক্সে ডলার, পাউন্ড, রিয়েল, রিঙ্গিতসহ বিভিন্ন বৈদেশিক মুদ্রা ও স্বর্ণালংকারও পাওয়া গেছে।

বিজ্ঞাপন

এর আগে, মার্চ মাসে তিন কোটি ৭৮ লাখ ৫৩ হাজার ২৯৫ টাকা পাওয়া যায়।

দানবাক্স খোলার পর মাদরাসার ১২০ জন ছাত্র, পাঁচ জন শিক্ষক, ১০ মসজিদ কমিটির সদস্য ও ৫০ জন ব্যাংক কর্মকর্তা-কর্মচারী দিনব্যাপী এ টাকা গণনা করেন। এ সময় নিরাপত্তা রক্ষার্থে আইনশৃঙ্খলা বাহিনীর বিপুল সংখ্যক সদস্য উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম বলেন, প্রাপ্ত দানের টাকা থেকে এখানকার উন্নয়নমূলক কাজ ও দুস্থ-অসহায় মানুষের সহায়তায় ব্যয় করা হয়। ইতোমধ্যে আন্তর্জাতিকমানের ইসলামিক স্থাপত্যমণ্ডিত মসজিদ নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানান তিনি।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ

২৪ বলে ০ রানে জাকিরের লজ্জার রেকর্ড
২৭ সেপ্টেম্বর ২০২৪ ১৫:১৮

সম্পর্কিত খবর