বাগেরহাট: বাগেরহাটের মোংলায় গলায় ফাঁস দেওয়া অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (৩ জুলাই) সকাল ১০ টার সময় মোংলা উপজেলাধীন চেকপোস্ট পাওয়ার হাউজ এর মাঝামাঝি এলাকায় একটি খেজুর গাছে গলায় ফাঁস দেওয়া অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
ওই ব্যক্তির বয়স আনুমানিক ৬০ বছর।
মোংলা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মনিরুল ইমলাম জানান, এলাকাবাসীর সহযোগিতায় মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ওই ব্যক্তির পরিচয় জানার চেষ্টা চলছে।