Saturday 28 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

সোমবার পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়া যাচ্ছেন প্রধানমন্ত্রী

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৭:৪৭

ফাইল ছবি: প্রধানমন্ত্রী শেখ হাসিনা

ঢাকা: পদ্মা সেতু হয়ে সড়কপথে পরিবারের সদস্যদের নিয়ে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় যাচ্ছেন বঙ্গবন্ধুকন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার (৪ জুলাই) গণভবন হতে রওনা হয়ে স্বপ্নের পদ্মা সেতু পাড়ি দিয়ে টুঙ্গিপাড়ায় সড়কপথে এটিই হতে যাচ্ছে আওয়ামী লীগ সভাপতির প্রথম সফর।

রোববার (৩ জুলাই) গোপালগঞ্জের জেলা প্রশাসক শাহিদা সুলতানা প্রধানমন্ত্রীর সফরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রধানমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে পুরে শহর ‍জুড়ে নেওয়া হয়েছে কঠোর নিরাপত্তা। এদিকে, প্রধানমন্ত্রীর প্রেস উইংস থেকে পাঠানো কর্মসূচিতে সফরসূচির কথা উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

সফর সূচি থেকে জানা যায়, প্রধানমন্ত্রী সকাল ৮টায় গণভবন হতে টুঙ্গিপাড়ার উদ্দেশে যাত্রা করবেন। সকাল ১১টা টুঙ্গিপাড়ায় উপস্থিতি হওয়ার কথা রয়েছে। এর পর ১১টা ৫ মিনিটে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিসৌধে পুষ্পস্তবক অর্পণ, সুরা ফাতেহা পাঠ ও মোনাজাতে অংশ নেবেন তিনি।

এর পর ১১ টা ৩৫ মিনিটে টুঙ্গিপাড়ায় বিভিন্ন সরকারি কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী। এর পর দুপুর ২টায় টুঙ্গিপাড়া হতে ঢাকার উদ্দেশে যাত্রা করে বিকেল ৫টা নাগাদ তার ঢাকায় পৌঁছার কথা রয়েছে।

সারাবাংলা/এনআর/পিটিএম

টপ নিউজ টুঙ্গিপাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনা

বিজ্ঞাপন
সর্বশেষ

ঢাকার পথে প্রধান উপদেষ্টা
২৮ সেপ্টেম্বর ২০২৪ ১১:৩৩

সম্পর্কিত খবর