Monday 21 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ব্যয় কমাতে সব ধরনের যানবাহন কেনায় নিষেধাজ্ঞা সরকারের

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ১৭:৫৯ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২০:১৬

ঢাকা: বাংলাদেশসহ বৈশ্বিক অর্থনীতির সার্বিক পরিস্থিতি বিবেচনায় সব ধরনের যানবাহন কেনায় নিষেধাজ্ঞা দিয়েছে সরকার। অন্যান্য খাতেও ব্যয় কমাতে বলা হয়েছে সরকারি দফতরগুলোকে।

রোববার (৩ জুলাই) অর্থ মন্ত্রণালয়ের বাজেট অনুবিভাগের উপসচিব মোহাম্মদ আনিসুজ্জামানের সই করা এক পরিপত্রে এ নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে।

অর্থ মন্ত্রণালয়ের জারি করা পরিপত্রে বলা হয়েছে, নতুন/প্রতিস্থাপক হিসেবে সব ধরনের যানবাহন (মোটরযান, জলযান ও আকাশযান) কেনা বন্ধ থাকবে। কেবল জরুরি ও অপরিহার্য বিবেচনায় আপ্যায়ন ব্যয়, ভ্রমণ ব্যয়, অন্যান্য মনিহারি, কম্পিউটার ও আনুষঙ্গিক, বৈদ্যুতিক সরঞ্জামাদি ও আসবাবপত্র খাতে বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে।

পরিপত্রে আরও বলা হয়েছে, দেশের ভেতরে প্রশিক্ষণের ক্ষেত্রে প্রশিক্ষণ খাতে (প্রশিক্ষণ প্রতিষ্ঠান ছাড়া) বরাদ্দ করা অর্থের সর্বোচ্চ ৫০ শতাংশ ব্যয় করা যাবে। এসব খাতে বরাদ্দ করা অর্থ অন্য কোনো খাতে পুনঃউপযোজন করা যাবে না। যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনে জারি করা পরিপত্রটি অবিলম্বে কার্যকর হবে বলেও জানিয়েছে অর্থ মন্ত্রণালয়।

পরিপত্রে মন্ত্রণালয় বরছে, বর্তমান বৈশ্বিক অর্থনৈতিক অবস্থার প্রেক্ষাপটে সরকারি ব্যয়ে কৃচ্ছ্র সাধনের লক্ষ্যে ২০২২-২৩ অর্থবছরে সব সরকারি, আধা-সরকারি, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ, রাষ্ট্রীয় মালিকানাধীন কোম্পানি ও আর্থিক প্রতিষ্ঠানের পরিচালন ও উন্নয়ন বাজেটে কিছু খাতে বরাদ্দ করা অর্থ ব্যয়ে সরকার এসব সিদ্ধান্ত নিয়েছে।

সারাবাংলা/জিএস/টিআর

অর্থ মন্ত্রণালয় ব্যয় সংকোচন যানবাহন কেনায় নিষেধাজ্ঞা