Thursday 31 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

গোবিন্দগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু


৩ জুলাই ২০২২ ২১:৩৩ | আপডেট: ৩ জুলাই ২০২২ ২১:৩৫

প্রতীকী ছবি

গাইবান্ধা: জেলার গোবিন্দগঞ্জ উপজেলায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক কৃষকের মৃত্যু হয়েছে। মৃত কৃষকের নাম রাশেদুল ইসলাম(২৮)।

রোববার (৩ জুলাই) সকাল সাড়ে ১০টায় উপজেলার গুমানীগঞ্জ ইউনিয়নের শ্রীপুরের দিলালপুর গ্রামে এ দুর্ঘটনা ঘটে। মৃত রাশেদুল ইসলাম ওই গ্রামের আব্দুল হাইয়ের ছেলে।

জানা গেছে, ঘটনার সময় রাশেদুল তার পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুতের লাইনের তার লাগানোর কাজ করছিলেন। এ সময় বিদ্যুৎস্পৃষ্ট হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি কৃষি ও মৎস্য চাষের সঙ্গে জড়িত ছিলেন।

এ বিষয়টি নিশ্চিত গুমানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাসুদুর রহমান মুরাদ বলেন, পুকুরে পানি সেচ দেওয়ার জন্য বৈদ্যুতিক মোটরে বিদ্যুতের লাইনের তার লাগানোর সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রাশেদুলের মৃত্যু হয়।

বিজ্ঞাপন

গোবিন্দগঞ্জ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কৃষকের মৃত্যু