Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

নারীর অর্থনৈতিক ক্ষমতায়নে ইউএনডিপির সঙ্গে কাজ করবে সুইডেন

স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ২১:২৯

ঢাকা: বাংলাদেশের অতি-দরিদ্র গ্রামীণ নারীদের অর্থনৈতিক ক্ষমতায়নের লক্ষ্যে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচির (ইউএনডিপি) সঙ্গে ‘স্ট্রেনদেনিং উইমেনস অ্যাবিলিটি ফর প্রোডাক্টিভ নিউ অপারচুনিটিজ (স্বপ্ন-২)’ প্রকল্প বাস্তবায়ন কার্যক্রম অব্যাহত রাখবে সুইডেন। এ বিষয়ে দুই পক্ষের মধ্যে একটি চুক্তি সই হয়েছে।

রোববার (৩ জুলাই) ঢাকায় ইউএনডিপি অফিসে এই চুক্তিকে সই করেন ইউএনডিপি বাংলাদেশের আবাসিক প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি ও ঢাকায় সুইডেন দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স ক্রিস্টিন জোহানসন।

বিজ্ঞাপন

চুক্তি সই অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকায় সুইডেন দূতাবাসের প্রোগ্রাম অফিসার ইকরামুল এইচ সোহেল, ইউএনডিপি বাংলাদেশের ডেপুটি আবাসিক প্রতিনিধি ভ্যান গুয়েন, ‘স্বপ্ন’ প্রকল্পের ন্যাশনাল প্রজেক্ট ম্যানেজার কাজল চ্যাটার্জিসহ অন্যরা।

চুক্তি সইয়ের সময় সুইডেন দূতাবাসের ক্রিস্টিন জোহানসন বলেন, সুইডিশ দূতাবাস বাংলাদেশের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করছে। ‘স্বপ্ন’ প্রকল্পের সঙ্গে বাংলাদেশ সরকারের সম্পৃক্ততা এবং প্রকল্পের প্রতি নিরবচ্ছিন্ন সমর্থন আমাদের এই পর্যায়ে এগিয়ে আসার আত্মবিশ্বাস জুগিয়েছে এবং উন্নয়নের লক্ষ্যে কীভাবে সম্প্রসারণ করা যেতে পারে, তা দেখিয়েছে।

ইউএনডিপি প্রতিনিধি সুদীপ্ত মুখার্জি বলেন, এরই মধ্যে ‘স্বপ্ন’ প্রকল্পের মাধ্যমে গ্রামীণ নারীদের জীবনমানে উল্লেখযোগ্য পরিবর্তন এসেছে। এই প্রকল্পের মেয়াদ বাড়ানোর মাধ্যমে বাংলাদেশের অন্যান্য ঝুঁকিপূর্ণ জেলাগুলোতে ‘স্বপ্ন’ প্রকল্পের সুবিধা পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

বিজ্ঞাপন

বাংলাদেশ ইনস্টিটিউট অব ডেভেলপমেন্ট স্টাডিজের (বিআইডিএস) মূল্যায়ন প্রতিবেদন অনুযায়ী, স্থানীয় উন্নয়ন কর্মকাণ্ডে দুঃস্থ নারীদের সক্রিয় অংশগ্রহণ এবং সামাজিক সমর্থন ও স্বীকৃতি প্রদানের ক্ষেত্রে ‘স্বপ্ন’ প্রকল্প নারীদের ক্ষমতায়নে সুদূরপ্রসারী প্রভাব রাখছে।

চুক্তি অনুযায়ী, আগামী ২০২৫ সাল পর্যন্ত প্রকল্পের কার্যক্রম অব্যাহত থাকবে। এই প্রকল্পের মাধ্যমে ১০টি দারিদ্র্যপ্রবণ এবং জলবায়ু-ঝুঁকিপূর্ণ জেলার হতদরিদ্র ও অধিকার বঞ্চিত ১০ হাজার নারীর জীবনমান উন্নয়নে কাজ করা হবে।

সারাবাংলা/এএইচএইচ/টিআর

ইউএনডিপি নারীর আর্থিক ক্ষমতায়ন সুইডেন দূতাবাস স্ট্রেনদেনিং উইমেনস অ্যাবিলিটি ফর প্রোডাক্টিভ নিউ অপারচুনিটিজ স্বপ্ন-২ প্রকল্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর