ইদুল আজহা উপলক্ষে ১ লাখ মেট্রিক টন চাল বরাদ্দ
স্পেশাল করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ২৩:২৭
৩ জুলাই ২০২২ ২৩:২৭
ঢাকা: পবিত্র ইদুল আজহা উপলক্ষে সারাদেশের ৬৪টি জেলায় ১ লাখ ৩৩০ দশমিক ৫৪০ মেট্রিক টন ভিজিএফ চাল বরাদ্দ দিয়েছে সরকার। রোববার (৩ জুলাই) সন্ধ্যায় এ বরাদ্দ দেওয়া হয়।
বরাদ্দ দেওয়া এই চাল ৪৯২টি উপজেলার ৮৭ লাখ ৭৯ হাজার ২০৩ টি ভিজিএফ কার্ডধারী এবং ৩২৯টি পৌরসভার ১২ লাখ ৫৩ হাজার ৮৫১টি ভিজিএফ কার্ডের বিপরীতে বণ্টন করা হবে বলে জানিয়েছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়।
এ সংক্রান্ত এক বিজ্ঞপ্তিতে দুঃস্থ, অতিদরিদ্র ব্যক্তি বা পরিবারকে এ সহায়তা প্রদান করতে বলা হয়েছে। তবে সাম্প্রতিক প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত দুঃস্থ ও অতিদরিদ্র পরিবারকে অগ্রাধিকার দিতে নির্দেশনা দেওয়া হয়েছে ।
সারবাংলা/জেআর/পিটিএম