Tuesday 19 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

৫২০০ কোটি ডলার রফতানির চূড়ায় বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৩ জুলাই ২০২২ ২৩:৩১

প্রতীকী ছবি

ঢাকা: অর্থবছরে রফতানি আয়ে ৫০ বিলিয়ন বা ৫ হাজার কোটি ডলারের মাইলফলকে পৌঁছানোর বিষয়টি নিশ্চিত হয়েছিল আগেই। ২০২১-২২ অর্থবছর শেষে জানা গেলে, এই অর্থবছরে পণ্য থেকে দেশের মোট রফতানি আয় ৫২ বিলিয়ন বা ৫ হাজার ২শ কোটি মার্কিন ডলার ছাড়িয়ে গেছে। ২০২১ সালের জুলাই থেকে ২০২২ সালের জুন পর্যন্ত এই অর্থবছরে রফতানি থেকে মোট আয় হয়েছে পাঁচ হাজার ২০৮ কোটি ২৬ লাখ ডলার। দেশীয় মুদ্রায় এর পরিমাণ ৪ লাখ ৮৬ হাজার ৬৮৭ কোটি টাকা। এক অর্থবছরে ৫২ বিলিয়ন তো বটেই, ৫০ বিলিয়ন ডলার রফতানি আয়ও বাংলাদেশের জন্য এই প্রথম।

বিজ্ঞাপন

জুন মাস শেষে রোববার (৩ জুলাই) রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) দেওয়া প্রাথমিক পরিসংখ্যানে এ তথ্য জানানো হয়েছে। ইপিবি’র তথ্য বলছে, আগের ২০২০-২১ অর্থবছরের তুলনায় সদ্যসমাপ্ত ২০২১-২২ অর্থবছরে রফতানি আয়ে প্রবৃদ্ধি ৩৪ দশমিক ৩৮ শতাংশ।

এর আগে, ২০২০-২০২১ অর্থবছরে দেশের রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল চার হাজার ৩৫০ কোটি ডলার। তবে করোনার অভিঘাত কাটিয়ে সে লক্ষ্যমাত্রা অর্জন করা সম্ভব হয়নি। ওই অর্থবছরে রফতানি আয় হয় তিন হাজার ৮৭৫ কোটি ৮৩ লাখ ডলার। সে হিসাবে আগের অর্থবছরের তুলনায় ২০২১-২২ অর্থবছরে পণ্য রফতানি ১ হাজার ৩৩২ কোটি ৪৩ লাখ ডলার বেশি আয় করেছে বাংলাদেশ।

আরও পড়ুন- ৫০ পেরিয়ে ৫৮ বিলিয়ন ডলার রফতানি আয়ের আশা

কেবল আগের অর্থবছর নয়, এই অর্থবছরের লক্ষ্যমাত্রার চেয়েও বেশি। এই অর্থবছরের জন্য রফতানি আয়ের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ৪ হাজার ৩৫০ কোটি ডলার। সে হিসাবে লক্ষ্যমাত্রার চেয়েও ৮৫৮ কোটি ২৬ লাখ ডলার বেশি আয় হয়েছে, যা শতকরা হারে ১৯ দশমিক ৭৩ শতাংশ বেশি।

রোববার প্রকাশিত ইপিবি’র তথ্য বলছে, জুন মাসে পণ্য রফতানি থেকে বাংলাদেশ আয় করেছে ৪৯০ কোটি ডলার। এই আয় আগের বছরের জুনের তুলনায় ৩৭ দশমিক ১৯ শতাংশ বেশি। অন্যদিকে বিদায়ী অর্থবছরে মোট পাঁচটি খাত থেকে ১০০ কোটি ডলারের বেশি পণ্য রফতানি হয়েছে, যা এর আগে কখনো হয়নি। ২০২১-২২ অর্থবছরে শত কোটি ডলার রফতানি ছাড়ানো এই পাঁচটি খাত হলো— তৈরি পোশাক, হোম টেক্সটাইল, চামড়া ও চামড়াজাত পণ্য, কৃষি প্রক্রিয়াজাত পণ্য এবং পাট ও পাটজাত পণ্য।

আরও পড়ুন- রফতানিতে নতুন রেকর্ড, অর্থবছরে ৫ হাজার কোটি ডলার ছাড়ানোর আশাবাদ

বিজ্ঞাপন

রেকর্ডের মধ্যেও বরাবরের মতোই রফতানির বেশিরভাগ অবদানই তৈরি পোশাক খাতের। এই অর্থবছরে তৈরি পোশাক খাত থেকে আয় হয়েছে ৪ হাজার ২৬১ কোটি ডলার, যা মোট রফতানি আয়ের ৮০ শতাংশেরও বেশি। এই অর্থবছরের লক্ষ্যমাত্রারও এটি ৯৭ শতাংশের বেশি! আর এই খাতে এই অর্থবছরের আয় আগের অর্থবছরের তুলনায় ৩৫ দশমিক ৪৭ শতাংশ বেশি এবং যেকোনো অর্থবছরের হিসাবেই এই খাতের রেকর্ড আয় এটি।

এই অর্থবছরে রফতানি আয়ে এগিয়ে থাকা বাকি খাতগুলোর মধ্যে হোম টেক্সটাইল খাত থেকে এসেছে ১৬২ কোটি ডলার, চামড়া ও চামড়াজাত পণ্য থেকে এসেছে ১২৫ কোটি ডলার, কৃষি প্রক্রিয়াজাত পণ্য থেকে এসেছে ১১৬ কোটি ডলার এবং পাট ও পাটজাত পণ্য থেকে এসেছে ১১৩ কোটি ডলার।

আরও পড়ুন-

মে মাসে কমলেও রেকর্ড রফতানির পথে দেশ

সারাবাংলা/ইএইচটি/টিআর

ইপিবি তৈরি পোশাক খাত রফতানি আয় রফতানি উন্নয়ন ব্যুরো

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর