Sunday 06 Jul 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

২০২৪ সালের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার ইঙ্গিত ট্রাম্পের

আন্তর্জাতিক ডেস্ক
৪ জুলাই ২০২২ ১২:২৯

২০২৪ সালে অনুষ্ঠিতব্য নির্বাচনে তৃতীয়বারের অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন যুক্তরাষ্ট্রের সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ২০২০ সালের রাষ্ট্রপতি নির্বাচনের ব্যর্থতার পরেও তিনি এ ইঙ্গিত দিয়েছেন, তবে এখনো আনুষ্ঠানিকভাবে তার পরিকল্পনা নিশ্চিত করতে পারেননি।

ট্রাম্প জোর দিয়ে বলেছেন, ২০২০ সালের নির্বাচন তার কাছ থেকে ‘চুরি’ হয়েছিল।

ট্রাম্পের ঘনিষ্ঠ সূত্রের বরাত দিয়ে নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে, তিনি চলতি মাসেই আগামী নির্বাচনে লড়াইয়ের ঘোষণা দিতে পারেন। সূত্রগুলো একটি নির্দিষ্ট তারিখের নাম দেয়নি, যে ঠিক কবে ট্রাম্প তা ঘোষণা দিতে যাচ্ছেন।

আগামী নির্বাচনে সম্ভাব্য রিপাবলিকান প্রতিদ্বন্দ্বীদের মধ্যে রয়েছে, ফ্লোরিডার গভর্নর রন ডিসান্টিস, যাকে রাজনৈতিক বিশ্লেষকরা প্রায়শই ট্রাম্পকে চ্যালেঞ্জ করার শীর্ষ প্রতিযোগী হিসেবে নাম দেন।

বিজ্ঞাপন

সারাবাংলা/এএম

টপ নিউজ ডোনাল্ড ট্রাম্প

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর