Wednesday 21 May 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

করোনায় চট্টগ্রামে আরেক মৃত্যু

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৫:১৬ | আপডেট: ৪ জুলাই ২০২২ ১৮:০২

চট্টগ্রাম ব্যুরো : চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আও একজনের মৃত্যুর তথ্য পাওয়া গেছে। এ নিয়ে গত চারদিনে করোনায় চারজনের মৃত্যুর তথ্য দিল জেলা সিভিল সার্জনের কার্যালয়।

সর্বশেষ ২৪ ঘণ্টায় চট্টগ্রামে করোনায় আক্রান্তের সংখ্যাও বেড়েছে। এ সময়ের মধ্যে চট্টগ্রামে ৯৩ জন আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন এবং একজনের মৃত্যু হয়েছে। নমুনা পরীক্ষার বিবেচনায় আক্রান্তের হার ১৫ শতাংশ।

সোমবার (৪ জুলাই) জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে গণমাধ্যমে পাঠানো প্রতিবেদন অনুযায়ী, আক্রান্ত ৯৩ জনের মধ্যে ৮২ জন নগরীর এবং ১১ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। ৬০৮ জনের নমুনা পরীক্ষা করে তাদের করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত করা হয়েছে। করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া রোগী উপজেলার বাসিন্দা।

চট্টগ্রামে ২০২০ সালের ৩ এপ্রিল প্রথম করোনা শনাক্ত হয়। ওই বছরের ৯ এপ্রিল করোনায় প্রথম কেউ মারা যায়।

জেলা সিভিল সার্জনের কার্যালয়ের স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুজন বড়ুয়া জানিয়েছেন, গত ২৬ মাসে চট্টগ্রামে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা হয়েছে ১ লাখ ২৭ হাজার ৪৪৪। মোট মৃত্যুর সংখ্যা ১ হাজার ৩৬৫।

সারাবাংলা/আরডি/একে

করোনা চট্টগ্রাম টপ নিউজ নভেল করোনাভাইরাস

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর