Sunday 08 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

দুঃখ-বিষণ্নতায় শীর্ষে আফগানিস্তান, ৭ম স্থানে বাংলাদেশ

সিনিয়র করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ১৮:২৯

ঢাকা: নাগরিকদের মধ্যে রাগ-ক্ষোভ-ক্রোধ, মানসিক চাপ ও বিষণ্নতা-বিমর্ষতার মতো নেতিবাচক আবেগ বিবেচনায় বিশ্বের ১২২টি দেশের মধ্যে সবার চেয়ে খারাপ অবস্থানে রয়েছে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তান। এই তালিকায় বাংলাদেশের অবস্থান সপ্তম।

‘২০২২ গ্লোবাল ইমোশনস রিপোর্ট’ বা ‘বৈশ্বিক আবেগ প্রতিবেদন ২০২২’ শীর্ষক এক প্রতিবেদনে এই তথ্য পাওয়া গেছে। সমীক্ষা ফলাফলে নানা সূচক মিলিয়ে আবেগ প্রতিবেদনে সর্বোচ্চ ৫৯ স্কোর নিয়ে সবচেয়ে দুঃখী বা বিষণ্ন দেশ হিসেবে আফগানিস্তানের নাম উঠে এসেছে। সপ্তম স্থানে থাকা বাংলাদেশের স্কোর ৪৫।

চলতি বছরের ২৭ ফেব্রুয়ারি থেকে ৩০ মার্চ পর্যন্ত বাংলাদেশে সমীক্ষাটি পরিচালিত হয়। এতে মোট এক হাজার জন নাগরিক অংশ নেন। বিশ্বের ১২২টি দেশের ১ লাখ ২৭ হাজার প্রাপ্তবয়স্ক মানুষ এই সমীক্ষায় অংশ নিয়েছেন। সমীক্ষার ফল বলছে, ২০২০ সালের চেয়ে ২০২১ সাল অনেক বেশি চাপের মধ্য দিয়ে যেতে হয়েছে মানুষকে।

সমীক্ষা প্রতিবেদনের শুরুতেই জানানো হয়, মানুষকে বিষণ্ন বা অসুখী করতে পারে অনেক কিছুই। এর মধ্যে বৈশ্বিক বিষণ্নতার ঊর্ধ্বগতির কারণ হিসেবে পাঁচটি গুরুত্বপূর্ণ নির্ণায়ক বেছে নেওয়া হয়েছে— দারিদ্র্য, সাম্প্রদায়িক সমস্যা, ক্ষুধা, একাকিত্ব এবং খাদ্যের অভাব।

সমীক্ষাটিতে উঠে এসেছে, বিশ্বব্যাপী অপর্যাপ্ত উপার্জন নিয়ে দিন কাটান প্রায় ২০০ কোটি মানুষ। এর বাইরে, ২০০ কোটি মানুষ তাদের জীবনধারণের প্রণালী নিয়ে সন্তুষ্ট নন। তারা চানও না যে এভাবে কেউ বেঁচে থাকুক।

শারীরিক জটিলতা, উদ্বেগ, বিষণ্নতা, মানসিক চাপ ও ক্রোধ অনুভব করেছেন কি না— এ সংশ্লিষ্ট প্রশ্নও জরিপে অন্তর্ভুক্ত ছিল। জরিপের প্রতিবেদনে বলা হয়, নেতিবাচক অভিজ্ঞতা সূচকে স্কোর উচ্চতর হলে বোঝায়, দেশের জনসংখ্যার বড় অংশ এ ধরনের আবেগ অনুভব করছে।

প্রতিবেদনে বলা হয়েছে, প্রায় ৪২ শতাংশ উত্তরদাতা বলেছেন, তারা অনেক বেশি উদ্বেগের মধ্য দিয়ে যাচ্ছেন, যা ২০২০ সালের তুলনায় দুই শতাংশ বেশি।

এতে আরও বলা হয়, নীতিনির্ধারকদের অবশ্যই বুঝতে হবে কেন অনেক মানুষ অতীতের চেয়ে অনেক বেশি নেতিবাচক আবেগ অনুভব করছে এবং তাদের অত্যন্ত ইতিবাচক জীবনের দিকে মনোনিবেশ করতে হবে।

সমীক্ষায় বলা হয়েছে, জরিপে অংশ নেওয়া প্রতি ১০ জনের মধ্যে তিন জন শারীরিক জটিলতা (৩১ শতাংশ), চার জনের মধ্যে একজনেরও বেশি মানসিক অবসাদ (২৮ শতাংশ) ও রাগ (২৩ শতাংশ) অনুভব করে।

নেতিবাচক সূচকে আফগানিস্তানের স্কোর ৩২। এর অর্থ, বিশ্বের যেকোনো দেশের তুলনায় সেই দেশের জনগণ সবচেয়ে বেশি মানসিক অবসাদে ভোগেন। ১৬ বছর আগে গ্যালাপ যখন এই জরিপ শুরু করে, তখন থেকেই আফগানিস্তানের স্কোর সর্বনিম্ন।

এদিকে, ইতিবাচক সূচকে পানামার স্কোর ৮৫। যার অর্থ, বিশ্বের মধ্যে সে দেশটির জনগণ সবচেয়ে কম মানসিক অবসাদে ভুগে থাকেন। ৮০ স্কোর নিয়ে তালিকায় পানামার পরেই রয়েছে প্যারাগুয়ে, এল সালভাদর, হন্ডুরাস ও নিকারাগুয়া।

এছাড়া ল্যাটিন আমেরিকার দেশগুলো বিশ্বে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে উল্লেখ করে প্রতিবেদনে আরও বলা হয়েছে, সূচকে উদ্বেগ দুই পয়েন্ট এবং চাপ ও বিষণ্ণতা এক পয়েন্ট বেড়েছে। লাতিন আমেরিকার বাইরে বেশ কয়েকটি দেশও ২০২১ সালে সবচেয়ে ইতিবাচক অবস্থানে রয়েছে। সেগুলো হলো— আইসল্যান্ড, ফিলিপাইন, সেনেগাল, ডেনমার্ক ও দক্ষিণ আফ্রিকা।

সারাবাংলা/এসবি/টিআর

টপ নিউজ বিষণ্ন দেশ বিষণ্ন দেশের তালিকা


বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর