ডাচ-বাংলা ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা ঋণ নিচ্ছে রবি
৪ জুলাই ২০২২ ২০:২৪
ঢাকা: পুঁজিবাজারে তালিকাভুক্ত প্রতিষ্ঠান রবি আজিয়াটা লিমিটেড ৪০০ কোটি টাকা ঋণ নেবে। পুঁজিবাজারে তালিকাভুক্ত অপর প্রতিষ্ঠান ডাচ-বাংলা ব্যাংক থেকে এই ঋণ নিচ্ছে তারা। আগামী তিন বছরের জন্য ৪০০ কোটি টাকা ঋণ নেওয়ার জন্য একটি চুক্তি সই করেছে রবি। এর ফলে কোম্পানিটির মোট ঋণের পরিমাণ দাঁড়াবে দুই হাজার ১৭ কোটি টাকা। সোমবার (৪ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।
ডিএসইর তথ্য মতে, ২০২০ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত বহুজাতিক কোম্পানি কোনো সম্পদ নিরাপত্তা ছাড়াই ডাচ বাংলা ব্যাংক থেকে ৪০০ কোটি টাকা ঋণ নেবে। পাশাপাশি ঋণ চুক্তির জন্য আরজেসিতে কোনো চার্জ দেয়নি। তিন বছর পর ঋণের অর্থ জমা দেবে রবি আজিয়াটা।
উল্লেখ্য, ২০২০ সালে মাত্র ৪ পয়সা শেয়ারপ্রতি আয় (ইপিএস) নিয়ে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয় রবি। সর্বশেষ গত ৩১ ডিসেম্বর ২০২১ সালে শেয়ারহোল্ডারদের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। কোম্পানিটির শেয়ার সংখ্যা ৫২৩ কোটি ৭৯ লাখ ৩২ হাজার ৮৯৫টি।
সারাবাংলা/জিএস/পিটিএম