Tuesday 26 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

‘প্রধানমন্ত্রীর বিচক্ষণ পদক্ষেপে খাদ্য নিরাপত্তা নিশ্চিত হয়েছে’

স্পেশাল করেসপন্ডেন্ট
৪ জুলাই ২০২২ ২১:৪৫

ঢাকা: বাংলাদেশ জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী এমপি বলেছেন, কোভিড মহামারিকালীন বৈশ্বিক দুরাবস্থার মধ্যেও প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিচক্ষণ পদক্ষেপের কারণে বাংলাদেশে সকলের খাদ্য নিরাপত্তা ও জীবনযাপন নিশ্চিত হয়েছে। তার সুদক্ষ নেতৃত্বে বাংলাদেশ ইতোমধ্যে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের মর্যাদায় উন্নীত হয়েছে।

সোমবার (৪ জুলাই) স্পিকারের সংসদ ভবনস্থ কার্যালয়ে ব্রাসেলস ও ইউরোপীয় ইউনিয়নে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মাহবুব হাসান সালেহ সৌজন্য সাক্ষাৎ করতে এলে তিনি এসব কথা বলেন।

বিজ্ঞাপন

সাক্ষাৎকালে তারা কোভিডকালীন বৈশ্বিক পরিস্থিতি, ব্যবসা-বাণিজ্যের প্রসার, আমদানি-রফতানি, জিএসপি সুবিধা ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেন। এ সময় ইইউভুক্ত দেশগুলোতে রফতানি বাণিজ্যের অধিকতর প্রসারে প্রচেষ্টা চালানোর আহ্বান জানান স্পিকার।

মাহবুব হাসান সালেহ বলেন, ‘বাংলাদেশের চলমান উন্নয়ন বিশ্ব দরবারে প্রশংসনীয়।’ তিনি জানান, ইইউভুক্ত দেশগুলোর সঙ্গে বাংলাদেশের ব্যবসা-বাণিজ্যের প্রসারে প্রচেষ্টা অব্যাহত রয়েছে। এ সময় সংসদ সচিবালয়ের সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এএইচএইচ/পিটিএম

ড. শিরীন শারমিন চৌধুরী স্পিকার

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর