Sunday 20 Apr 2025
Sarabangla | Breaking News | Sports | Entertainment

স্বেচ্ছাসেবক লীগ নেতার ২ হাতের রগ কাটল প্রতিপক্ষরা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ১৫:৪৯

বরিশাল: জেলার মেহেন্দিগঞ্জ পৌর স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক রাতুল চৌধুরীকে (২৯) কুপিয়ে জখম করে দুই হাতের রগ কেটে দিয়েছেন প্রতিপক্ষের লোকজন। কমিটি নিয়ে বিরোধের জেরে এ ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।

গতকাল সোমবার (৪ জুলাই) রাত ৮টার দিকে পৌরসভার পাতারহাট বন্দর গরুর হাট এলাকায় এ হামলার ঘটনা ঘটে। আহত রাতুল পৌরসভার চরহোগলার এলাকার জগলুল হায়দার চৌধুরীর ছেলে।

বিজ্ঞাপন

আহত রাতুল রাতে হাসপাতালে পুলিশকে ঘটনার বর্ণনা দিয়েছেন। তিনি বলেন, গতকাল সোমবার রাত ৮টার দিকে একটি চায়ের দোকানে বসেছিলেন তিনি। এ সময় ২৫ থেকে ৩০ জনের একটি দল তার ওপর হামলা করে। বেধড়ক মারধরের পর চাকু দিয়ে রাতুলের দুই হাতের রগ কাটা হয়। দা দিয়ে মাথা, পিঠ ও পাসহ শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করে তাকে রাস্তায় ফেলে চলে যায় হামলাকারীরা।

এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন রাতুলের খালাতো ভাই আহসান হাবীব জুম্মান।

এ বিষয়ে মেহেন্দিগঞ্জ থানার পরিদর্শক তৌহিদুজ্জামান জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে। রাতুলের দুই হাতের রগ কাটা ছাড়াও শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে জখম করা হয়েছে। বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভাসকুলার সার্জন না থাকায় গভীর রাতে তাকে ঢাকায় পাঠানো হয়েছে।

সারাবাংলা/এনএস

বরিশাল মেহেন্দিগঞ্জ পৌরসভা স্বেচ্ছাসেবক লীগ

বিজ্ঞাপন

এনসিপির ‘শৃঙ্খলা কমিটি’ গঠন
২১ এপ্রিল ২০২৫ ০০:০৭

আরো

সম্পর্কিত খবর