Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইউসিবিএল’র বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানির মামলা ব্যবসায়ী বুলুর

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২০:২৫

ঢাকা: মিথ্যা মামলা দিয়ে সামাজিক, ব্যাংকিং করপোরেট ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার অভিযোগে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক (ইউসিবি) লিমিটেডের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছেন বিএনএস গ্রুপের চেয়ারম্যান এমএনএইচ বুলু।

মঙ্গলবার (৫ জুলাই) ঢাকা মহানগর প্রথম ‍যুগ্ম জেলা জজ আদালতে তিনি এ মামলা দায়ের করেন।

পরে সুপ্রিম কোর্টের ল’ রিপোর্টার্স ফোরামের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এমএনএইচ বুলু বলেন, ‘মিথ্যা মামলা দিয়ে সামাজিকভাবে ও ব্যবসায়িক সুনাম ক্ষুণ্ন করার ইউসিবি ব্যাংকের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানির মামলা দায়ের করেছি। আদালত আমার মামলা আমলে নিয়েছেন।’

তিনি বলেন, ‘ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংক, বনানী শাখা কতিপয় স্বার্থান্বেষী মহলের ইন্ধনে ও কু-পরামর্শে ২০১৫ সালের ৪ মার্চ মিথ্যা বর্ণনা দিয়ে আমার বিরুদ্ধে বনানী থানার মামলা দায়ের করে। ওই মামলায় তারা আমাকে আমির ফুড প্রোডাক্টস নামীয় প্রতিষ্ঠানের অ্যাকাউন্টের নমিনী হিসাবে উল্লেখ করে। বিষয়টা আমি জানতে পারলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকে ফোনের মাধ্যমে অভিযোগ করি যে, আমি ওই অ্যাকাউন্টের কোনো নমিনী নই। অ্যাকাউন্টের কোনো নমিনী ফরমে আমি সই করিনি এবং ওই অ্যাকাউন্ট খোলাসহ কোনো কার্যক্রমে আমার প্রত্যক্ষ বা পরোক্ষ কোনো প্রকার সম্পৃক্ততা নেই। যার কারণে পরবর্তী সময়ে আমি সিএমএম চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত থেকে ওই মামলা হতে অব্যাহতি পাই ‘

তিনি আরও বলেন, ‘পরবর্তী সময়ে ইউনাইটেড কর্মাশিয়াল ব্যাংকের দায়ের করা ওই মিথ্যা মামলার সূত্র ধরে সিআইডি আমার বিরুদ্ধে পুনরায় বনানী থানায় একটি মামলা দায়ের করে। মামলায় আমির ফুড নামীয় হিসাব থেকে ১২ লাখ টাকা আমার হিসাবে জমা দেখানো হয়। কিন্তু ওইদিন আমির ফুড নামীয় হিসাব থেকে আমার অ্যাকাউন্টে কোনো টাকা আসেনি। ওই মামলায় আমি অন্যায়ভাবে গ্রেফতার হয়ে দীর্ঘ চার মাস বিনা বিচারে জেলহাজতে ছিলাম। এই সময়ে আমি শারীরিক ও মানসিকভাবে বিপর্যস্থ হয়ে পড়ি। যার পরিপ্রেক্ষিতে গত বছরের ৬ জুন হার্ট অ্যাটাকে আক্রান্ত হই এবং এখন পর্যন্ত আমি শারীরিক নানারকম সমস্যায় ভুগছি এবং পায়ের সমস্যার কারণে ঠিক মতো হাঁটাচলা করতে পারি না।’

এছাড়াও বুলু’র সামাজিক, ব্যাংকিং করপোরেট ও ব্যবসায়িক সুনাম ব্যাপকভাবে ক্ষুণ্ন হয়েছে। এ কারণে ওই ব্যাংকের বিরুদ্ধে ৪০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেছেন তিনি।

সারাবাংলা/কেআইএফ/পিটিএম

ইউসিবিএল চেয়ারম্যান এমএনএইচ বুলু টপ নিউজ বিএনএস গ্রুপ মানহানির মামলা


বিজ্ঞাপন
সর্বশেষ

বাংলাদেশ-ভারত টেস্টে হামলার হুমকি!
৬ সেপ্টেম্বর ২০২৪ ২১:৩৫

সম্পর্কিত খবর