মাছ ধরতে গিয়ে বজ্রপাতে শিশুর মৃত্যু
ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২০:৫৪
৫ জুলাই ২০২২ ২০:৫৪
গাইবান্ধা: জেলার পলাশবাড়ী উপজেলায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে ১০ বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। মৃত্যু শিশুর নাম তামিম।
মঙ্গলবার (৫ জুলাই) দুপুরে উপজেলার বেতকাপা ইউনিয়নের রাজনগর গ্রামে এ ঘটনা ঘটে। মৃত তামিম ওই গ্রামের সুজা মিয়ার ছেলে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার দুপুরে বাড়ির পাশে বিলে মাছ ধরতে যায় তামিম। এ সময় বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়।
বেতকাপা ইউনিয়ন পরিষদ ( ইউপি) চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান মোস্তা বিষয়টি নিশ্চিত করেন। তিনি বলেন, আজ দুপুরে বাড়ির পাশের বিলে মাছ ধরার জন্য যায় তামিম। এ সময় বৃষ্টি ও বজ্রপাত হলে ঘটনাস্থলেই মারা যায় সে।
সারাবাংলা/এনএস