Friday 06 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ইদের ছু‌টি বা‌তিল টুরিস্ট পু‌লি‌শের

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২২:০৭

বান্দরবান: আসন্ন কোরবানির ইদের ছু‌টি‌তে পর্যটক‌দের আনা‌গোনা বাড়‌বে বান্দরবা‌নে। তাই এসব পর্যকটদের নিরাপত্তা নিশ্চিত করতে টুরিস্ট পুলিশ বান্দরবান অঞ্চলের সকল সদস্যের ইদের ছুটি বাতিল করা হয়েছে। একইসঙ্গে ইদ উপলক্ষে জেলার সকল দর্শনীয় স্থানগুলোতে কর্তব্যরত পুলিশ সদস্যদের সতর্ক থাকতে বলা হয়েছে।

দর্শনীয় স্থানগুলোতে পর্যকটদের নিরাপত্তার জন্য ইতোমধ্যে নানা উদ্যোগও গ্রহণ ক‌রা হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) শহরের নিলাচল পর্যটন কেন্দ্র পরিদর্শন শেষে বান্দরবনে অঞ্চলের টুরিস্ট পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল হালিম এসব তথ্য জানান।

তি‌নি আরও বলেন, সাধারণত ইদের ছুটিতে টুরিস্ট স্পটগুলোতে পর্যটকদের উপচে পড়া ভিড় হয়ে থাকে। সেই সময় স্পটগুলোতে যাতে কোনো অপ্রীতিকর ঘটনা না ঘটে, সেজন্য সবাইকে সতর্ক থাকতে বলা হয়েছে। এছাড়া দর্শনার্থীরা পর্যটন স্পটে হয়রানি বা কোনো সমস্যায় পড়লে টুরিস্ট পুলিশ বান্দরবান জোনের ফেইসবুক পেইজ ও হট লাইন নম্বরে অভিযোগ দিলে পুলিশের কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ব্যবস্থা নেবেন। ইদ উপলক্ষে বান্দরবান পর্যটন স্পটগুলো বিশেষ নজরে থাকবে।

এর ‌আগে, মেঘলা, শৈলপ্রপাত ও প্রান্তিক লেক ঘু‌রে দে‌খেন মোহাম্মদ আব্দুল হালিম। আসন্ন ইদের ছুটিতে তাদের পণ্যের দাম যৌক্তিক পর্যায়ে রাখতে ও টুরিস্ট বান্ধব ব্যবহার করার জন্য সেখানকার অস্থায়ী দোকান মালিকদের আহ্বান জানান তি‌নি।

এ সময় টুরিস্ট পুলিশ বান্দরবান জোনের পুলিশ সুপার মোহাম্মদ নকিব, পুলিশ পরিদর্শক জাহাঙ্গীর হোসেনসহ আরও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

সারাবাংলা/এনএস

টুরিস্ট পুলিশ


বিজ্ঞাপন
সর্বশেষ

৯০০তম গোলে ইতিহাস গড়লেন রোনালদো
৬ সেপ্টেম্বর ২০২৪ ০৯:০৪

সম্পর্কিত খবর