কেএফসি নিয়ে এলো টেক্সাস বার-বি-কিউ জিঙ্গার
৫ জুলাই ২০২২ ২৩:০৫
খাদ্যপ্রেমীদের কাছে জনপ্রিয় কেএফসি তাদের বার্গার ক্যাটাগরিতে যোগ করেছে টেক্সাস বার-বি-কিউ জিঙ্গার নামের নতুন একটি বার্গার। সীমিত সময়ের জন্য মেন্যুতে আসা নতুন এই বার্গারটিতে ফুডলাভাররা টেক্সাসের অনন্য স্বাদ উপভোগ করতে পারবেন।
কেএফসি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নতুন এই জিঙ্গারটিতে সুস্বাদু ক্যারামলাইজড বানের ভেতরে রয়েছে টেক্সাস বার-বি-কিউ সস ও ডায়নামাইট মায়ো। নরম বানটির প্রতিটি কামড়ে সবাই পাবে হট অ্যান্ড ক্রিসপি ফিলের জাদু। সঙ্গে থাকছে ক্যাপসিকাম, টমেটো, হালাপিনো ও পেঁয়াজের ভেজিটেবল মিক্স। জিঙ্গারটিকে আরও পারফেক্ট করতে রয়েছে ফ্রেশ আইসবার্গ লেটুস ও চিজ। ভিন্ন ফ্লেভার ও স্বাদের এই রোলার কোস্টারে গ্রাহকরা হারিয়ে যাবেন অন্য এক জগতে।
জিঙ্গারটি পাওয়া যাচ্ছে কেএফসি’র সবগুলো চ্যানেল— ডাইন-ইন, টেকঅ্যাওয়ে, অনলাইন অর্ডার ও কল ফর ডেলিভারিতে। সুস্বাদু এই জিঙ্গারটির জন্য খরচ করতে হবে ৩৯৯ টাকা।
কেএফসি ইন্টারন্যাশনাল হোল্ডিংস, মার্কিন যুক্তরাষ্ট্রের লাইসেন্সের অধীনে বাংলাদেশে ২০০৬ সাল থেকে কেএফসি’র ফ্র্যাঞ্চাইজি হিসেবে ব্যাবসা কার্যক্রম পরিচালনা করছে ট্রান্সকম ফুডস লিমিটেড। প্রতিষ্ঠানটির সিইও অমিত দেব থাপা বলেন, গত কয়েক বছরে বার্গার ক্যাটাগরি ব্যাপকভাবে সম্প্রসারিত হয়েছে। কেএফসি এর অংশ হতে আগ্রহী। নতুন জিঙ্গারটি ‘ফিংগার লিকিং গুড’ এক্সপেরিয়েন্স দেবে বলে জানিয়েছেন তিনি।
সারাবাংলা/টিআর