Thursday 21 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগ: ব্লগার দীপুর জামিন স্থগিত

স্টাফ করেসপন্ডেন্ট
৫ জুলাই ২০২২ ২৩:১৭

ঢাকা: ধর্মীয় অনুভূতিতে আঘাত ও মানহানিকর বক্তব্য প্রচারের অভিযোগের মামলায় চার বছরের দণ্ডপ্রাপ্ত ব্লগার দীপু কুমার দাস ওরফে শাহরিয়ার দীপুকে হাইকোর্টের দেওয়া জামিন স্থগিত করেছেন চেম্বার আদালত।

মঙ্গলবার (৫ জুলাই) রাষ্ট্রপক্ষের আবেদনের শুনানি নিয়ে আপিল বিভাগের চেম্বার বিচারপতি কৃষ্ণা দেবনাথ দীপুর জামিন ৮ সপ্তাহের জন্য স্থগিত করে এ আদেশ দেন।

এর আগে, গত ২২ জুন বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের একক হাইকোর্ট বেঞ্চ সাজার বিরুদ্ধে তার আপিল শুনানি জন্য গ্রহণ করে এক বছরের জামিন দেন।

পরে হাইকোর্টের জামিনাদেশ স্থগিত চেয়ে আবেদন করে রাষ্ট্রপক্ষ। গত ২৭ এপ্রিল দীপু কুমার ওরফে শাহরিয়ার দীপুকে ৪ বছর কারাদণ্ড দেন ঢাকার সাইবার ক্রাইম ট্রাইব্যুনাল।

২০২০ সালের ৩ মার্চ দৈনিক আল-ইহসান পত্রিকার সাংবাদিক মুহম্মদ আরিফুর রহমান বাদী হয়ে দীপুর বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। একই বছর ২৩ নভেম্বর যাত্রাবাড়ী থেকে ডিএমপির সিটি-সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ তাকে গ্রেফতার করে। ডিজিটাল নিরাপত্তা আইনের ২৮(২) এবং ২৯ (২) ধারার অপরাধে দীপুকে ৪ বছরের কারাদণ্ড দেওয়া হয়।

সারাবাংলা/কেআইএফ/টিআর

জামিন স্থগিত ধর্মীয় অনুভূতি ধর্মীয় অনুভূতিতে আঘাত ব্লগার দীপু

বিজ্ঞাপন

আরো

সম্পর্কিত খবর