Friday 22 Nov 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

এবার রুশ হামলার কেন্দ্রবিন্দু হবে ডনবাস: যুক্তরাজ্য

আন্তর্জাতিক ডেস্ক
৬ জুলাই ২০২২ ১২:৩৬

ছবি: আলজাজিরা

ইউক্রেনের দোনেস্ক অঞ্চলে রাশিয়ার সেনাবাহিনীর সঙ্গে লড়াই চলছে। এরপর দেশটির ডনবাস অঞ্চলের স্লোভিয়ানস্ক শহর রুশ হামলার মূল কেন্দ্রবিন্দু হতে পারে বলে জানিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার সৈন্যরা শহরটি থেকে থেকে প্রায় ১৬ কিলোমিটার উত্তরে অবস্থান করেছে বলে জানিয়েছে ব্রিটেনের প্রতিরক্ষা মন্ত্রণালয়। খবর আলজাজিরা।

দেশটির লুহানস্ক অঞ্চল দখল করার পর রুশ বাহিনী দোনেস্ক অঞ্চলেনর দিকে অগ্রসর হচ্ছে। ফলে স্লোভিয়ানস্ক শহরটি আগামীর যুদ্ধক্ষেত্র হিসেবে প্রস্তুত হচ্ছে বলে ধারণা করা হচ্ছে।

বিজ্ঞাপন

সর্বশেষ সংবাদ সম্মেলনে ব্রিটিশ মন্ত্রণালয় জানায়, ‘কেন্দ্রীয় এবং দক্ষিণের বাহিনীগুলো হুমকির মধ্যে রয়েছে স্লোভিয়ানস্ক। চলমান যুদ্ধে ডনবাস পরবর্তী লড়াইয়ে মূল কেন্দ্রবিন্দুতে পরিণত হওয়ার বাস্তবসম্মত সম্ভাবনা রয়েছে।’

পূর্ব ও পশ্চিম বাহিনী থেকে রাশিয়ার অবশিষ্ট ইউনিটগুলোর বেশিরভাগ সৈন্য অঞ্চলটির উত্তর আইজিয়ামের কাছে মোতায়ন করা হচ্ছে বলে ওই সংবাদ সম্মেলনে উল্লেখ করা হয়।

সারাবাংলা/এনএস

ইউক্রেন টপ নিউজ রাশিয়া

বিজ্ঞাপন

নামেই শুধু চসিকের হাসপাতাল!
২২ নভেম্বর ২০২৪ ২২:০৬

আরো

সম্পর্কিত খবর