সহকর্মীর পায়ুতে কম্প্রেশারে বাতাস, পেট ফুলে হাসপাতালে ভর্তি
৬ জুলাই ২০২২ ২০:৫৬
ঢাকা: রাজধানীর যাত্রাবাড়ী সামাদনগরে একটি জুতার কারখানায় জাহিদুল ইসলাম (১৮) নামে এক কর্মচারীর পায়ুপথে কম্প্রেশার মেশিন দিয়ে বাতাস দিয়েছে তারই সহকর্মী। এতে ওই যুবক অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন।
বুধবার (৬ জুলাই) বেলা সোয়া ৩টার দিকে সামাদনগর ক্ল্যাসিক ফুটওয়্যার নামে জুতার কারখানায় এই ঘটনা ঘটে।
কারখানার ম্যানেজার আব্দুল মালেক জানান, জাহিদুল প্রায় দুই বছর ধরে ওই কারখানায় কাজ করে। আজ কাজ করার সময় তারই সমবয়সী আরেক কর্মচারী আব্দুর রহিম তার সঙ্গে দুষ্টুমি করতে গিয়ে কম্প্রেশার মেশিন তার পায়ুপথে ধরে। এতে মুহূর্তেই জাহিদের পেটে বাতাস ঢুকে যায়। পরে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসা হয়।
হাসপাতালে তার সঙ্গে থাকা অভিযুক্ত আব্দুর রহিম দাবি করেন, তিনি মজা করতে গিয়েই জাহিদুলের প্যান্টে মেশিন দিয়ে বাতাস দিতে গিয়েছিল। তবে অসাবধনতাবশত বাতাস পায়ুপথে ঢুকে যায়।
জাহিদের মামা আব্দুল গাফফার জানান, জাহিদুল যাত্রাবাড়ী মৃধাবাড়ি এলাকায় থাকে। তার বাবার নাম শাহ আলম। আমরা একই কারখানায় কাজ করি। জানতে পারি জাহিদের সহকর্মী আব্দুর রহিম দুষ্টুমি করে কম্প্রেশার মেশিনের বাতাস পায়ুপথে ঢুকিয়ে দেয়। এতে জাহিদের পেট কিছুটা ফুলে যায়।
ঢামেক হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, জাহিদুলকে তার স্বজন ও সহকর্মীরা হাসপাতালে নিয়ে এসেছে। তার পেট ফুলে গেছে। জরুরি বিভাগে ভর্তি রেখে তাকে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সারাবাংলা/এসএসআর/পিটিএম