Friday 27 September 2024
Sarabangla | Breaking News | Sports | Entertainment

জ্বালানি সংকট: পুতিনের দ্বারস্থ শ্রীলংকা

আন্তর্জাতিক ডেস্ক
৭ জুলাই ২০২২ ১১:৩৫

স্মরণকালের ভয়াবহতম সংকট মোকাবিলার অংশ হিসেবে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে জ্বালানি সহায়তা চেয়েছেন শ্রীলংকার প্রেসিডেন্ট গোটাবায়া রাজাপাকসে।

ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসিকে গোটাবায়া রাজাপাকসে জানিয়েছেন, দুই পক্ষে ফলপ্রসু আলোচনা হয়েছে।

এর আগে, শ্রীলংকায় শিগগিরই পেট্রোলের মজুত শেষ হয়ে যাবে বলে জানিয়েছিল সংশ্লিষ্ট মন্ত্রণালয়। ওই ঘোষণার পর থেকেই হাজারো মানুষ কলম্বোর রাস্তায় অবস্থান নিয়ে সরকারের বিরুদ্ধে স্লোগান দিচ্ছেন।

এদিকে, পুতিনের সঙ্গে আলোচনার বিষয়টি মাইক্রোব্লগিং ওয়েবসাইট টুইটারে প্রকাশ করে শিগগিরই ধারের মাধ্যমে জ্বালানি সমস্যার সমাধান করা হবে বলে জানিয়েছেন রাজাপাকসে।

প্রসঙ্গত, ১৯৪৮ সালে স্বাধীনতার পর থেকে সবচেয়ে মারাত্মক আর্থিক সংকেট পড়া শ্রীলংকার এখন বৈদেশিক রিজার্ভ বলে আর কিছু নেই। তাই দেশটি খাবার, ওষুধ ও জ্বালানির মত অতি জরুরি আমদানি প্রয়োজন মেটাতে পারছে না।

সারাবাংলা/একেএম

বিজ্ঞাপন
সর্বশেষ
সম্পর্কিত খবর